বারাবনি ব্লকে জেলা পরিষদের টাকায় রাস্তা সংস্কারের কাজ, শিলান্যাসে মন্ত্রী ও সাংসদ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের একটি রাস্তা বা রোডের সংস্কার ও উন্নয়ন ( রিপিয়ারিং ও আপগ্রেডেশন) করবে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। বারাবনির পাঁচগাছিয়া গৌরান্ডি রোড ( ভায়া সড়াকডিহি) সংস্কারে জেলা পরিষদ বরাদ্দ করেছে প্রায় তিন কোটি টাকা।
শনিবার এক অনুষ্ঠানে এই কাজের ফলক উন্মোচন, ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ও অনিমেষ দাস, প্রাক্তন সভাধিপতি সুভদ্রা বাউরি, কাউন্সিলার শ্যাম সোরেন।














অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, এই রাস্তা পিচ দিয়ে তৈরি করা হচ্ছে না। তা তৈরি করা হবে পেভার ব্লক দিয়ে। এখন সব জায়গায় এই ব্লক ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। এই রাস্তার জন্য ব্যয় করা হবে ২ কোটি ৬৯ লক্ষ ৩৮ হাজার ৮৪৯ টাকা। টেন্ডার করা হয়েছে। দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু হবে।
- Asansol होकर Sealdah – Banaras Amrit Bharat Express टाइम टेबल जारी, उद्घाटन जल्द
- Asansol : 1.74 करोड़ के हाइड्रेन निर्माण कार्य का शिलान्यास
- আসানসোল পুরনিগম এলাকায় হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস
- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা, সমালোচনায় সরব তৃনমুল
- আসানসোলে সব পেয়েছির আসরের তিনদিনের শারীর শিক্ষণ শিবির


