বারাবনি ব্লকে জেলা পরিষদের টাকায় রাস্তা সংস্কারের কাজ, শিলান্যাসে মন্ত্রী ও সাংসদ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের একটি রাস্তা বা রোডের সংস্কার ও উন্নয়ন ( রিপিয়ারিং ও আপগ্রেডেশন) করবে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ। বারাবনির পাঁচগাছিয়া গৌরান্ডি রোড ( ভায়া সড়াকডিহি) সংস্কারে জেলা পরিষদ বরাদ্দ করেছে প্রায় তিন কোটি টাকা।
শনিবার এক অনুষ্ঠানে এই কাজের ফলক উন্মোচন, ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ও অনিমেষ দাস, প্রাক্তন সভাধিপতি সুভদ্রা বাউরি, কাউন্সিলার শ্যাম সোরেন।




অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, এই রাস্তা পিচ দিয়ে তৈরি করা হচ্ছে না। তা তৈরি করা হবে পেভার ব্লক দিয়ে। এখন সব জায়গায় এই ব্লক ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। এই রাস্তার জন্য ব্যয় করা হবে ২ কোটি ৬৯ লক্ষ ৩৮ হাজার ৮৪৯ টাকা। টেন্ডার করা হয়েছে। দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু হবে।
- আসানসোলে ভাড়াটিয়ার চাপ ও আর্থিক দেনায় হাতের শিরা কেটে ও এ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা, মায়ের মৃত্যু, জখম ছেলে, তদন্তে পুলিশ
- Asansol : महिला की रहस्यमय मौत, बेटा गंभीर, जांच को पुलिस
- ত্রিকোণ প্রেম থেকে বিবাদে গলা কেটে খুন, মূল অভিযুক্ত ধৃতকে জেরা করে উদ্ধার স্কুটি ও ছুরি
- জামুড়িয়ায় নৌকা উদ্ধার অভিযানে থাকা ৭ম ব্যাটালিয়ানের এসডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে সম্বর্ধনা
- আসানসোল দক্ষিণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের সভার সমর্থনে র্যালি