ASANSOL

আসানসোলের রেলপার অঞ্চলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের রেলপার অঞ্চলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ , টায়ার জ্বালিয়ে পথ অবরোধ কে করে উত্তেজনা। আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপারের দুটি এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হিংসাত্মক রূপ নেয়। ওই ঘটনায় মোহাম্মদ খুরশিদকে তলোয়ার দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকালে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। প্রচুর সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।



স্থানীয় মানুষ জানান, রেল পার্কের হাজী নগর এবং ওকে রোড এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে কোনো বিষয় নিয়ে অনেকদিন ধরেই বিবাদ ছিল। ওই বিবাদের জের ধরেই হাজী নগরের খুরশিদকে ওকে নগরের কিছু উচ্ছৃঙ্খল মানুষ বেধড়ক পিটিয়ে আহত করে। তলোয়ার ও অস্ত্র নিয়েও হামলা চালায় বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী দুটি গোষ্ঠী রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত বলে জানা গিয়েছে।

Leave a Reply