বার্ণপুরের ঘটনা শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
বেঙ্গল মিরর, আসানসোল রাজা বন্দোপাধ্যায়ঃ বিয়ের তিন বছরের মধ্যেই শ্বশুর বাড়ি থেকে এক গৃহবধূর গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হলো। সোমবার ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের সাঁতা বস্তিতে। মৃত গৃহবধূর নাম শবনম প্রসাদ (২৫)। মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেটের রিপোর্টের ভিত্তিতে আসানসোল জেলা হাসপাতালে গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে বিহারের ভাগলপুরের বাসিন্দা শবনম প্রসাদের সঙ্গে আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের সাঁতা বস্তির বাসিন্দা কুনাল প্রসাদের বিয়ে হয়েছিলো। সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকেরা একটি ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় শবনমকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সোমবার রাতেই শবনমের বাপের বাড়িতে এই ঘটনার কথা জানানো হয়। সেই খবর পেয়ে মঙ্গলবার সকালে ভাগলপুর থেকে তারা আসানসোল জেলা হাসপাতালে আসেন। তাদের উপস্থিতিতে এদিন আসানসোল জেলা হাসপাতালে শবনমের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
মৃতার বাপের বাড়ির লোকেরা পুলিশকে জানান, শবনম প্রসাদ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলো। যে জন্য তার চিকিৎসাও করা হচ্ছিলো।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই ঐ গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। বাপের বাড়ির তরফে কোন অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।