BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি এলাকায় ঘোড়ার দাপাদাপি, আতঙ্কিত বাসিন্দারা

বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বারাবনি ব্লকের বারাবনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভানোড়া গ্রাম ও ভানোড়া কোলিয়ারী এলাকায় একটি ঘোড়ার দাপাদাপি চলছে। গত ১৫ দিন ধরে এই ঘোড়ার উৎপাত হচ্ছে বলে জানা গেছে। তাতে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এই ঘোড়াটিকে সবার অজান্তে এই এলাকায় ছেড়ে দিয়ে চলে গেছে বলে জানা যায়। তারপর থেকে ঐ ঘোড়া রাস্তাঘাটে চলাচল করা অনেক গরুর পা ভেঙে দিয়েছে আচমকাই তাড়া করে। পথ চলতি মানুষ ও রাস্তা দিয়ে যাতায়াত করা টোটোতে পা দিয়ে মেরে দিচ্ছে। তাতে অনেকেই আহত হচ্ছেন।


এই ব্যাপারে স্থানীয় মানুষেরা বলেন, আমরা বুঝতে পারছি না, কে বা কারা এই এলাকায় এমন একটা ঘোড়া ছেড়ে দিয়ে চলে গেলো। ঘোড়ার আক্রমনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তারা বলেন, আমরা এই ঘোড়ার কথা ব্লক প্রশাসন ও পুলিশকেও জানিয়েছি। কিন্তু কেউ কোন ব্যবস্থা ও পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি।

Leave a Reply