বাজারে এলো ভারতীয় জীবন বীমা নিগনের নতুন পলিসি ” জীবন উৎসব “
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগমের নতুন পলিসি বাজারে এলো। সংস্থার ৮৭১ নং এই পলিসির নাম ” জীবন উৎসব “।
বৃহস্পতিবার বিকেলে আসানসোলের জিটি রোডের জীবন বীমা নিগমের আসানসোল ডিভিশনাল অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে নতুন এই পলিসি সম্পর্কিত তথ্য দেন এসডিএম অরুপ কুমার দাস।



অন্যদের মধ্যে ছিলেন দুই মার্কেটিং ম্যানেজার ( এমএম) সমিতা মুখোপাধ্যায় ও গৌতম পাল সহ অন্যান্যরা।
এসডিএম সহ এলআইসির আসানসোল ডিভিশনের আধিকারিকরা বলেন, এই পলিসি গ্রাহকদের আগের পলিসিগুলো থেকে বেশি সুবিধা দেবে। বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে এই নতুন পলিসিতে।
- Asansol : कांग्रेस ने जीटी रोड जाम किया, पुलिस से धक्का-मुक्की
- Mamata Banerjee दोषियों को कड़ी सज़ा मिलेगी, पुलिस घर-घर जाकर नहीं बैठ सकती
- আসানসোলে বিজেপির থানা ঘেরাও, জিটি রোড অবরোধ, বিক্ষোভ
- Asansol : भाजपा का दक्षिण थाना घेराव और जीटी रोड जाम
- রানিগঞ্জ মাস্টার প্ল্যান নিয়ে মন্ত্রী ও জেলাশাসকের উপস্থিততে বৈঠক, ধসে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন প্রকল্প