রাজ্য স্তরে কলা উৎসবে দ্বিতীয় স্থান অধিকার করল রানিগঞ্জের স্পন্দন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : যন্ত্রসঙ্গীতের জাদুগর, খুদে যন্ত্র সঙ্গীত শিল্পী,যে ইতিমধ্যেই যন্ত্রসঙ্গীতের অনবদ্য সুরে আলোড়ন সৃষ্টি করে তাক লাগিয়েছে বছর ১৫-র স্পন্দন। সেই শিল্পী আবারও সফল হল যন্ত্রসঙ্গীতে। প্রথম পর্যায়ে লকডাউন এর সময়কালে, ভারতের তাবড় তাবড় সব শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে, হারমোনিকার সুর তালের ছন্দে, মন মাতিয়ে অনলাইন প্রতিযোগিতায়, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের সাথে 52টি গানে হারমোনিকা বাজিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছিল।




সেই ব্যাপক খ্যাতি অর্জন করা স্পন্দন পরবর্তীতে সর্বভারতীয় স্তরে ভায়োলিন বাজিয়ে
“গন্ধর্ব প্রজ্ঞা “ উপাধিও লাভ করে, সে সময় ওয়ার্ল্ড ফোরাম অফ আর্ট এন্ড কালচার ও ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ কালচারের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় প্রতিযোগিতায়, এই সাফল্য পাই সে। এরপরই দু-দফাই ২০২২ ও ২৩ সালে রাজ্য স্তরে কলা উৎসবের প্রতিযোগিতায় দু-বারই যন্ত্রসংগীত বিভাগে, দ্বিতীয় স্থান অধিকার কোর, পশ্চিম বর্ধমানের মান অনেকটাই বাড়িয়ে তুলল স্পন্দন।
গতবারের মতো এবারও কলকাতার সল্টলেকে অবস্থিত ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে অনুষ্ঠিত ২৯ ও ৩০শে নভেম্বর, রাজ্য সরকার দ্বারা পরিচালিত, কলা উৎসব ২০২৩ এ বেহালায় যন্ত্র সংগীত পরিবেশন করে, মাত্র ০.৫ পয়েন্টের ব্যবধানে, দ্বিতীয় স্থান দখল কোরে, আবারো খনি অঞ্চলের মান উজ্জ্বল করে, যন্ত্রসঙ্গীতে রৌপ্য পদক পেয়ে, এলাকার সংগীত জগতকে মুগ্ধ করলো সে। জানা গেছে এবার স্পন্দন, শাস্ত্রীয় সংগীত পরিবেশন করে, এই বিশেষ খ্যাতি লাভ করেছে। আসুন আমরা জেনে নিই স্পন্দনের কাছেই তার এই সফলতার কথা।
- সালানপুরে তৃণমূলের মৌন মিছিল, বিজেপির আমলে জঙ্গি হামলা নিয়ে উঠল প্রশ্ন
- রূপনারায়ণপুরে প্রকাশ্য দিবালোকে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য
- আসানসোল বাজার এলাকায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন, কাজের উদ্বোধনে চেয়ারম্যান
- Asansol : संस्कार द्वारा मोबाइल प्याऊ सेवा की शुरुआत
- আসানসোলে থানায় বিক্ষোভ, স্মারকলিপি, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব টিএমসিপি