BARABANI-SALANPUR-CHITTARANJAN

প্রয়াত মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- প্রবল বর্ষণের মধ্যেও বৃহস্পতিবার বারাবনী থানার অন্তর্গত পানুরিয়া পঞ্চায়েতের পানুরিয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল ১৪ তম প্রয়াত মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টের ।
এদিনের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয়। একই সাথে উপস্থিত ছিলেন ওয়াসিমুল হক , ও বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ মহাশয়।


এদিনের এই খেলার উদ্বোধন এর শুরুতেই বিধায়ক বিধান উপাধ্যায় প্রয়াত মানিক উপাধ্যায় ও পাপু উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্য দান করেন এরপর বেলুন উড়িয়ে খেলার সূচনা করেন তাছাড়া তিনি সকল খেলোয়াড়দের সাথে আলাপচারিতা সারেন তিনি খেলার মাঠে নিজে ফুটবল মেরে খেলার জন্যে খেলোয়াড়দের উদ্দেশ্যে বল ছুড়ে দেন।
এদিন বিধায়ক জানান প্রতি বছরের ন্যায় আমাদের অভিভাবক যাকে দেখে আমার এই রাজনৈতিক জীবনে আসা আমার প্রয়াত ভাই এর স্মৃতিতে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ।ভারত বর্ষের বিভিন্ন রাজ্যের খেলোয়াড় এই খেলায় অংশ গ্রহন করে থাকে ।যার সূচনা আজ হল ।এই খেলা দেখতে বহু সংখ্যক মানুষ দূরদূরান্ত থেকে আসে ।আজকের বৃষ্টির দিনেও বহু মানুষের উপস্থিতি দেখে এটাই মনে হচ্ছে যে মানুষের খেলার প্রতি যে টান ও ভালবাসা তা এখনও লক্ষ্য করা যায়।


বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি তথা বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ মহাশয় জানান যে এই খেলাটি ১৩ বছরে শেষে ১৪ বছরে পাদিল। বহু ঘাত প্রতিঘাত কাটিয়ে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস এর তরফে খেলাটি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ।রয়েছে বহু মানুষের ভালবাসা ও আমাদের কাছের মানুষ ও আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এর প্রচেষ্টা ।আজকে এই খেলার সূচনা হল আট টি দলের মধ্যে খেলা হবে যার প্রথমদিনে কলকাতা কাস্টম বনাম নীলাঞ্জনা এসপি এর মধ্যে খেলা হবে ।
ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ তারিখ যেখানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী পটবর্ধন ।খেলার দুই দলের মধ্যে রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

Leave a Reply