রানীগঞ্জের স্কুল মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : শুক্রবার জাতীয় সড়কে দিনেদুপুরে, জনবহুল রাস্তায়, এক অজ্ঞাত যানের ধাক্কায়, মৃত্যু হল এক বছর বত্রিশের মহিলার। রহস্যময় ভাবে এই ঘটনায়, দুর্ঘটনা ঘটানো ওই গাড়ি সহ গাড়ি চালক, ওই মহিলাকে, গুরুতর আহত অবস্থায়, রাস্তায় ফেলে চম্পট দেওয়াই, কোন যানের ধাক্কায়, ওই মহিলার, গুরুতর আঘাত লাগে, সে বিষয়টি লক্ষ্য করতে পারে না কেউই। স্থানীয়রা ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় লক্ষ্য করে, রানীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের স্কুল মোড় সংলগ্ন এলাকায় পড়ে থাকতে দেখে, বেশ কিছু জন সদস্য ব্যক্তিগত উদ্যোগে, ওই মহিলাকে তড়িঘড়ি রানিগঞ্জের আলু গড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই মহিলার চিকিৎসা করার সময়কালে, তার মৃত্যু হয়।




জানা গেছে বছর ৩২ এর রানীগঞ্জের ইস্ট কলেজ পাড়ার বাসিন্দা, ওই মহিলার নাম পার্বতী দেবী, তার স্বামীর পাঁচ বছর আগেই মৃত্যু হয়েছে। বর্তমানে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার করা ঐ মহিলা, লোকের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। বাড়ির সদস্যদের দাবি এ দিনও সে বাড়ি থেকে লোকের বাড়িতে কাজ করতে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে, কোন গাড়ির ধাক্কায়, বা কিভাবে সে দুর্ঘটনাগ্রস্থ হয়েছে, সে সম্পর্কে কিছুই জানতে পারে না তারা।
এদিকে এই মৃত্যুর ঘটনার খবর, পুলিশ প্রশাসনের কাছে যাওয়ার পরই, পুলিশ দেহটি উদ্ধার করে রানীগঞ্জ থানার মর্গে নিয়ে আসে। জানা গেছে আগামীতে দেহটিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হবে। উল্লেখ্য ইদানিং রানীগঞ্জের রাস্তায় স্কুল পড়ুয়াদের ব্যাপকভাবে বিপদজনক অবস্থায় গাড়ি চালাতে দেখা যায়। বহু ছাত্র-ছাত্রীদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত না থাকার পরও তাদের বাইক চালাতে দেখা যায়, জনবহুল রাস্তাতে। যা নিয়ে প্রশাসন কয়েকবার ব্যবস্থা গ্রহণ করলেও বহু সংখ্যক অভিভাবক এই বিষয়টিকে কোনো তোয়াক্কা না করায়, স্কুল পড়ুয়াদের গাড়ি চালানোর ব্যাপকতা বাড়ছে দিন প্রতিদিন। আর এরি ফলে বিভিন্ন সময়ে ঘুরছে দুর্ঘটনা। এই ঘটনাও তারই কোন অঙ্গ কিনা তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। এই দুর্ঘটনার পর থেকেই পুলিশ দুর্ঘটনার বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে সিসিটিভি ফুটেজ লক্ষ্য করে চলছে জোর তদন্ত।