আসানসোল পুরনিগম এলাকায় বেআইনি হোর্ডিংয়ের রমরমা, কোষাগারে জমা পড়ছে না টাকা, অভিযোগ বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের বিরুদ্ধে একের পর এক দূর্নীতি ও বেআইনি কাজের অভিযোগ আনছেন বিজেপির নেতারা। এবার আসানসোল পুরনিগম এলাকায় নিয়ম ভেঙে, কোন রকম টেন্ডার ছাড়াই সরকারি জায়গায় বেআইনি হোর্ডিং থাকার অভিযোগ তুললেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এর ফলে ঐসব হোর্ডিং থেকে কোটি কোটি টাকা যে আয় পুরনিগমের হতো, তা হচ্ছে না। পুরনিগমের ফান্ডে টাকা না থাকায় পুর এলাকায় উন্নয়ন হচ্ছে না। তার দাবি, তিনি দুমাস আগে হোর্ডিং নিয়ে যে দূর্নীতি হচ্ছে ও তার পেছনে একটা চক্র কাজ করছে, তা প্রকাশ করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার আগে আসানসোল পুরনিগম কতৃপক্ষ বেআইনি হোর্ডিং খোলার পদক্ষেপ নেওয়ায়, এই দাবি যে সত্যি, তা প্রমাণ হলো বলে জানান বিজেপির রাজ্য নেতা। যদিও পুরনিগমের তরফে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের তোলা অভিযোগ ও দাবি অস্বীকার করা হয়েছে।
রবিবার বিকেলে আসানসোলে বার্ণপুর রোডের ডলি লজ সংলগ্ন বিজেপি অফিসে একটি সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আসানসোল পুরনিগম এলাকায় শতাধিক হোর্ডিং এমন রয়েছে। টেন্ডার ছাড়াই বেআইনিভাবে তা রয়েছে। এইসব বেআইনি হোর্ডিংয়ের জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকেও টাকা আদায় করা হচ্ছে। কোষাগারে জমা পড়ছে না। কোথায় এবং কার কাছে এই টাকা যাচ্ছে তার হিসাব দিতে হবে। তিনি আরও বলেন, এক মেয়র পারিষদ ও ইঞ্জিনিয়ারের যোগসাজশে এই সব কাজ করা হচ্ছে। তাদের নির্দেশে এক যুবক হোর্ডিংয়ের কাজ সামলাচ্ছেন। তিনি আরো বলেন, গত ১৩ অক্টোবর দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে যুব মোর্চার আসানসোল পুরনিগম ঘেরাও আন্দোলনে বলেছিলাম এই হোর্ডিং দূর্নীতি সামনে আনবো। তবুও পুরনিগমের আধিকারিকরা টেন্ডার ছাড়া বেআইনিভাবে লাগানো হোর্ডিংগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।
কিন্তু আজ হঠাৎ করে তাদের ঘুম ভাঙলো। বেআইনি হোর্ডিং সরানোর কাজ শুরু করা হলো। আসানসোলে প্রায় ৫০টি হোর্ডিং সরানো হয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপে খুশি। তবে এই ব্যবস্থা আগে নেওয়া হলে পুরনিগমের কোটি কোটি টাকার ক্ষতি হতো না।তিনি আরও বলেন, আগামী ২৬ ডিসেম্বর আবারও আসানসোল পুরনিগম ঘেরাও করা হবে। তখন আবার এই অভিযোগ তুলে ধরে টাকার হিসাব চাইবো। যদি হিসাব না দেওয়া হয় , তাহলে এর বিরুদ্ধে বিজেপি রাস্তায় নামবে। প্রয়োজনে আদালতে যাবো।
এদিকে, আসানসোল পুরনিগমের এক আধিকারিক বলেন, এই অভিযোগ ঠিক নয়। মেয়রের নির্দেশ মতো সব বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।