পশ্চিম বর্ধমান জেলার ৮ টি ব্লকের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ ( Paschim Bardhaman News ) আসানসোলের রবীন্দ্রভবনে সোমবার থেকে শুরু হলো দুদিনের পশ্চিম বর্ধমান জেলার সদ্য নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কাজ। সোমবার আসানসোল মহকুমার সালানপুর, বারাবনি , জামুরিয়া ও রানিগঞ্জ এই চারটি ব্লকের সদ্য নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য সহ সমস্ত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি।




তিনি বলেন, সোমবার আসানসোল মহকুমার চারটি ব্লকের এই প্রশিক্ষণ হলো। মঙ্গলবার দুর্গাপুর মহকুমার চারটি ব্লকের নির্বাচিত পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ হবে। তিনি আরো বলেন, যেহেতু বেশিরভাগ সদস্যই এবার প্রথমবার নির্বাচিত হয়েছেন ,তারা কিভাবে পঞ্চায়েতে সাধারণ মানুষের কাজ করবেন বা পঞ্চায়েত প্রশাসনকে সঙ্গে নিয়ে কিভাবে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা যায়, তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনগত দিক থেকে কিভাবে পঞ্চায়েত প্রধান সহ সাধারণ সদস্য পর্যন্ত কি কি বিষয় জানা উচিত এই সমস্ত দিক নিয়েও এদিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণে জেলা পরিষদের আধিকারিক ও জেলা পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
- सीसीटीवी फुटेज से पकड़ाए 2 बाइक चोर, 5 बाइक बरामद
- Lions Club दुर्गापुर का स्थापना समारोह, अध्यक्ष राकेश भट्टड़ समेत 40 सदस्यों ने ली शपथ
- বালি বোঝাই তিনটি ট্রাক আটক, ৩ লক্ষ টাকা ফাইন আদায় বিএলআরও দপ্তরের
- বিদ্যুৎ বিভ্রাট পথ অবরোধ করে বিক্ষোভ, ক্ষুব্ধ গ্রামবাসীদের
- এক বাইকের খোঁজে ৫ বাইক উদ্ধার, দুর্বল লক চোরেদের টার্গেট