বার্ণপুরের কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সিবিআইয়ের অভিযান, ব্যবসায়ীকে আটক
বেঙ্গল মিরর, আসানসোল ও বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আয়কর দপ্তরের পরে এবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্ণপুরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আসে সিবিআইয়ের একটি দল। তারা বার্ণপুরের রামবাঁধ এলাকায় অবসরপ্রাপ্ত সিআইএসএফের জওয়ান ও এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে অভিযান শুরু করে। বেলা বারোটা নাগাদ ঐ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের আধিকারিকরা আটক করে নিয়ে যায়। শ্যামল সিং নামে সিআইএসএফের জওয়ানের সুবিশাল বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা আছেন বলে জানা গেছে।




বুধবারই আয়কর দপ্তর বার্ণপুরে তৃনমুল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মহঃ সোহরাব আলি, স্ক্র্যাপ বা ছাঁট লোহার কারবারি সৈয়দ ইমতিয়াজ আহমেদ ও আসানসোলের ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়ি ও অফিস সহ সাতটি জায়গায় তল্লাশি চালায়। ২৪ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেলেও, বৃহস্পতিবার সকালের খবর বেশ কিছু জায়গায় আয়কর দপ্তরের তল্লাশি চলছে।
আরো জানা গেছে, কয়লা পাচার মামলায় বেশ কয়েকজনের বাড়ির তল্লাশি চালানোর জন্য অনুমতি চেয়ে সিবিআইয়ের তরফে আদালতের কাছে আবেদন করা হয়েছিলো। আদালত সেই অনুমতি মঞ্জুর করার পরেই বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি তৎপর হয়। তারপরই এই অভিযান চলে।
পরপর দুদিন দুই কেন্দ্রীয় এজেন্সির অভিযান ও তল্লাশিতে গোটা আসানসোল শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
- ACCI कैंप में रिकॉर्ड 26 लाख कलेक्शन, 1 दिन बढ़ाया गया
- কিশোরী খুনের ঘটনা, নমুনা সংগ্রহ পুলিশ কমিশনারেটের ফরেনসিক দলের
- Raniganj 205 एकड़ जमीन पर इंडस्ट्रियल पार्क की मंजूरी से विकास को मिलेगा बढ़ावा, सीएम को धन्यवाद: झा
- ধৃত মুল অভিযুক্তকে নিয়ে ঘটনার ” পুনর্নির্মাণ ” করলো পুলিশ
- Asansol: SBFCI नवरत्न अवार्ड समारोह 23 अगस्त को, भव्य कर्टेन रेजर