KULTI-BARAKAR

আসানসোল হেল্প থ্রি ফাউন্ডেশন এর সৌজন্যে নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুর এর সহযোগিতায় চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত:
আসানসোল হেল্প থ্রি ফাউন্ডেশন এর সৌজন্যে নেতাজি আই হসপিটাল রামচন্দ্রপুর এর সহযোগিতায় রবিবার বরাকর লোহিয়া বিদ্যাপীঠ ভিক্টোরিয়া ওয়েস্ট কোলিয়ারী প্রাথমিক বিদ্যালয় বেলতোরিয়া বরাকরে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ১৩০ জন রোগীর চক্ষু পরীক্ষা এবং সাস্থ্য পরীক্ষা করা হয়। ওই অনুষ্ঠানে নেতাজি আই হসপিটাল এর ৩ জন সিনিয়র আই স্পেশালিস্ট উপস্থিত ছিলেন। যেসমস্ত রোগীর চক্ষু পরীক্ষা করা হয় তাদের মধ্য থেকে ৩২ জন রোগীকে বেছে নেওয়া হয় সোমবার ১৮ ই ডিসেম্বর বিনা শুল্কে নেতাজি আই হসপিটালে চক্ষু অপারেশন করানোর জন্য। ওই হাসপাতালেই তাদের চক্ষু অপারেশন করা হবে।

ওই অনুষ্ঠানে আসানসোল আসানসোল হেল্প থ্রি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট
প্রমোদ কুমার ঠাকুর, ভাইস প্রেসিডেন্ট রীনা রায় এবং ফাউন্ডার মেম্বার রাজেশ চন্দ্র শ্রীবাস্তব, সোমনাথ গড়াই ছাড়াও বরুন তিব্রেওয়াল, শ্যামল রায়,সাগর বাউরি,বিশ্বনাথ বাউরী, জয় প্রকাশ মন্ডল,কুন্দন কুমার,সুরজ তাঁতি,বিজয় পাসওয়ান,রাজু রাউত প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply