আসানসোল পুরনিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্বে আড্ডার সিইও
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও( চীফ এক্সিকিউটিভ অফিসার) আকাঙ্খা ভাস্করকে। এই মর্মে সোমবার রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল এ্যাফেয়ার্স দপ্তরের ( টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং ব্রাঞ্চ) প্রিন্সিপ্যাল সেক্রেটারির স্বাক্ষরিত একটি বিঞ্জপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে পরবর্তী বিঞ্জপ্তি জারি না করা পর্যন্ত আকাঙ্খা ভাস্করকে ( আইএএস) আড্ডার সিইওর পাশাপাশি আসানসোল পুরনিগমের পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে।













এই বিঞ্জপ্তিটি ঐ দপ্তরের স্পেশাল সেক্রেটারির তরফে আসানসোল পুরনিগমের মেয়র, পশ্চিম বর্ধমানের জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে।
প্রসঙ্গতঃ, চলতি বছরের মে মাসে আড্ডার সিইও এবং পুর কমিশনারের দায়িত্বে থাকা রাহুল মজুমদারকে অন্যত্র বদলি করা হয়। গত সেপ্টেম্বর মাসে আড্ডার সিইও পদে আসেন আকাঙ্খা ভাস্কর। তবে আসানসোল পুরনিগমের কমিশনার পদে গত ৭ মাস ধরে কেউ ছিলেননা। শেষ পর্যন্ত আকাঙ্খা ভাস্করকেই পুর কমিশনারের দায়িত্ব দেওয়া হলো।
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग
- Krishna Prasad ने जरूरतमंदों तक छठ पूजा सामग्री पहुंचने का कार्य युद्धस्तर पर शुरू किया
- দুর্গাপুর ধর্ষণ কাণ্ড : পুলিশ হেফাজত শেষে জেল হেফাজত, ২৪ শে টিআই প্যারেড
- Facebook पर आपत्तिजनक पोस्ट का आरोप 4 महीने बाद रानीगंज से भाजयुमो नेता गिरफ्तार




