আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ জামুড়িয়ায় চাঁদায় ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া আসানসোল নর্থ পয়েন্ট স্কুল প্রাঙ্গণে বুধবার স্কুলের ২৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই প্রতিযোগিতা উপলক্ষে হওয়া অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার শচীন রায়। এছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় নর্থ পয়েন্ট স্কুলের পড়ুয়ারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।
এই উপলক্ষে শচীন রায় বলেন, নর্থ পয়েন্ট স্কুল শুধু একটি স্কুল নয়। এই স্কুল শিশুদের সর্বাত্মক বিকাশের লক্ষ্যে একটি মিশন। তিনি আরো বলেন, এই স্কুলের শিক্ষক, শিক্ষিকস সহ সকল কর্মচারী প্রত্যেক শিশুর প্রতি বিশেষ নজর দেন। একইভাবে এই স্কুলের পড়ুয়ারা সবসময় পড়াশোনায় ভালো করার জন্য প্রশিক্ষিত হয় ও অন্যান্য বিষয়েও যাতে ভালো হয় তার দিকে নজর দেওয়া হয়। তিনি বলেন, নর্থ পয়েন্ট স্কুল সব সময় চেষ্টা করে যাতে পড়ুয়ারা ভবিষ্যতে দেশের একজন যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে।