ASANSOL

আসানসোল পুরনিগমের কমিশনারের দায়িত্বে আকাঙ্খা ভাস্কর, পানীয়জল সমস্যার সমাধানের আশ্বাস

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today ) আসানসোল পুরনিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিলো আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও ( চীফ এক্সিকিউটিভ অফিসার) আকাঙ্খা ভাস্করকে। বৃহস্পতিবার এই আইএস অফিসার আসানসোল পুরনিগমে এসে নিজের দায়িত্ব বুঝে নেন। তাকে পুরনিগমের তরফে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। এরপর তিনি তার চেম্বার লাগোয়া মিটিং হলে ডেপুটি মেয়র, ওএস, ইঞ্জিনিয়ার সহ অন্যান্য পুর আধিকারিকদের সঙ্গে আলাপচারিতা করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন।

পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আসানসোল পুরনিগম একটা বড় ও অনেক পুরনো সংস্থা। তার কমিশনারের পদ অবশ্যই একটা বড় দায়িত্ব। এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, এই পুর এলাকায় একটা বড় সমস্যা হলো পানীয়জল। দ্রুত সবার সঙ্গে বসে আলোচনা করে তার সমাধানের চেষ্টা করবো। একইসঙ্গে সব পুরবাসীরা যাতে আরো ভালো করে পুর পরিসেবা পান, তার দিকে নজর রাখবো।
গত সোমবার রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল এ্যাফেয়ার্স দপ্তরের ( টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং ব্রাঞ্চ) প্রিন্সিপ্যাল সেক্রেটারির স্বাক্ষরিত একটি বিঞ্জপ্তি জারি করা হয়েছিলে। তাতে বলা হয়েছে পরবর্তী বিঞ্জপ্তি জারি না করা পর্যন্ত আকাঙ্খা ভাস্করকে ( আইএএস) আড্ডার সিইওর পাশাপাশি আসানসোল পুরনিগমের পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে।


প্রসঙ্গতঃ, চলতি বছরের মে মাসে আড্ডার সিইও এবং পুর কমিশনারের দায়িত্বে থাকা রাহুল মজুমদারকে অন্যত্র বদলি করা হয়। গত সেপ্টেম্বর মাসে আড্ডার সিইও পদে আসেন আকাঙ্খা ভাস্কর। তবে আসানসোল পুরনিগমের কমিশনার পদে গত ৭ মাস ধরে কেউ ছিলেননা। শেষ পর্যন্ত আকাঙ্খা ভাস্করকেই রাজ্য সরকারের তরফে পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *