বেআইনি সিরাপ পাচারের দায়ে দোষী সাব্যস্ত ট্রাক চালক, ১৪ বছরের সাজা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Paschim Bardhaman News ) ৫ হাজার বোতল বেআইনি ফেনসিডিল সিরাপ পাচারের দায়ে দোষী সাব্যস্ত ট্রাক চালকের ১৪ বছর সশ্রম কারাদণ্ড হলো। মূর্শিদাবাদের বাসিন্দা সাজা প্রাপ্ত ট্রাক চালকের নাম আব্দুল রহমান রুবেল। ২ বছরের বেশি সময় ধরে চলা এই মামলা শেষে গত মঙ্গলবার ১৯ ডিসেম্বর ট্রাক চালককে দোষী সাব্যস্ত করেছিলেন আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা জজ আদালতের এনডিপিএস বা নার্কোটিক ড্রাগস সাইকোট্রপিক সাবস্টেনসেসের স্পেশাল বা বিশেষ কোর্টের বিচারক শ্রীময়ী কুন্ডু। বৃহস্পতিবার বিচারক সেই মামলায় সাজা ঘোষণা করেন। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী বা স্পেশাল পিপি সোমনাথ চট্টরাজ এদিন বলেন, এনডিপিএস আইনের ২১(সি) ও ২৫ নং ধারায় দোষী সাব্যস্ত হওয়া ট্রাক চালকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। এই জরিমানা অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে সাজাপ্রাপ্তকে।
এদিকে, এই সাজা ঘোষণার পরে আব্দুল রহমান রুবেলের আইনজীবী গুরপ্রীত সিং এদিন বলেন, এই রায়ের বিরুদ্ধে আমার মক্কেল হাইকোর্টে আবেদন করবে।




আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ সেপ্টেম্বর রাজ্য পুলিশের এসটিএফ বা বিশেষ টাস্ক ফোর্সের অফিসাররা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার কল্যানেশ্বরী এলাকায় অভিযান চালান। সেই অভিযান একটি ট্রাক আটকানো হয়। তার থেকে উদ্ধার করা হয় ৫ হাজার বোতল বেআইনি বা নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ। এই সিরাপ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা সেই সিরাপ নিয়ে যাওয়ার কোন বৈধ কাগক ট্রাক চালক আব্দুল রহমান রুবেল এসটিএফের অফিসারদের দেখাতে পারেননি। এরপর তাকে এসটিএফ গ্রেফতার ও এনডিপিএসের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে একটি এফআইআর করা হয়ে। পরের দিন তাকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।
মামলা চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে এসটিএফের তরফে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। ট্রাক চালকের বিরুদ্ধে ফ্রেমও গঠন করা হয়।
এই মামলায় মোট সাতজন বিচারকের কাছে সাক্ষ্য দেন। তার মধ্যে সিরাপ বাজেয়াপ্ত করা ট্রাকের মালিকও ছিলেন।
প্রসঙ্গতঃ, ২০১৯ সালে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিলো। তারপর থেকে এই প্রথম এসটিএফের করা কোন মামলা শেষে আসানসোলের জেলা আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজা ঘোষণা করা হলো।
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ
- बांग्ला नववर्ष और पश्चिम बंगाल दिवस पर तृणमूल कांग्रेस कार्यालय के समक्ष एक भव्य सांस्कृतिक और सर्वधर्म सद्भाव कार्यक्रम