সোনার দোকানের দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বৃহস্পতিবার গভীর রাতে সোনার দোকানের পাকা দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আতঙ্কে রয়েছে স্থানীয় দোকানদাররা। ঘটনাটি ঘটেছে বারাবনি থানার অন্তর্গত আমডিয়া মোড়ের শান্তি জুয়েলারি নামক এক সোনার দোকানে।দোকানের মালিক সুনীল কুমার পাত্র জানিয়েছেন তারই সোনার দোকানের পেছনের দেওয়াল কেটে চুরি করেছে দুষ্কৃতীরা। তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান।শুক্রবার সকালে এসে দোকান খুলে দেখেন যে তার দোকানের পেছনের দেওয়াল কাটা এবং দোকানে থাকা যে লকার রয়েছে সেটিও কাটা অবস্থায়। সব জিনিস লন্ডভন্ড হয় রয়েছে।সাথে সাথে খবর দেওয়া হয় বারাবনি থানার পুলিশকে।ঘটনাস্থলে বারবনি থানার পুলিশ এসে পৌঁছায়।




তিনি জানান দোকানে কয়েক ভরি রুপো ও কিছু সোনার নাকের গয়না চুরি করে চম্পট দুষ্কৃতীরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকার উপরে। ঘটনায় বরাবনি থানায় অভিযোগ করেছেন সোনার দোকান মালিক সুনীল কুমার পাত্র।
অন্যদিকে লাগাতার চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় দোকানদাররা। কারণ বেশ কিছুদিন ধরেই পাঞ্জিপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারাবনি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- ত্রিকোণ প্রেম থেকে বিবাদে গলা কেটে খুন, মূল অভিযুক্ত ধৃতকে জেরা করে উদ্ধার স্কুটি ও ছুরি
- জামুড়িয়ায় নৌকা উদ্ধার অভিযানে থাকা ৭ম ব্যাটালিয়ানের এসডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে সম্বর্ধনা
- আসানসোল দক্ষিণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের সভার সমর্থনে র্যালি
- IT RAID : कारोबारी के ठिकानों पर दबिश, घंटों जांच
- প্রাক্তন ইসিএল কর্মীর বাড়িতে আয়কর দপ্তরের হানা