Indane Gas e-KYC, মোবাইলে কয়েক মিনিটেই ! অ্যাপ থেকে করার স্টেপ বাই স্টেপ গাইড
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আপনি যদি একজন ইন্ডেন গ্রাহক, তাহলে এবারে Indane e-KYC বাড়িতে বা অফিসে বসেই করতে পারবেন। আর দিতে হবে না গ্যাস অফিসে লাইন। ঘরে বসেই মাত্র ২ টি অ্যাপ ইন্সটল করেই আপনি সেরে ফেলতে পারবেই এই KYC এর কাজ। কেওয়াইসি(KYC) করার সহজ সরল পদ্ধতি দিয়ে দেওয়া হল এই প্রতিবেদনে।
মূলত: বর্তমানে আমাদের দেশের প্রচুর সংখ্যক মানুষ ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস(LPG) তাদের দৈনন্দিন রান্নার কাজে ব্যবহার করেন। এই ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের ক্ষেত্রেই আধার বায়োমেট্রিক সংযুক্ত (Biometric link with LPG) করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এই ঘোষণা হওয়ার পর গ্যাস ডিলার থেকে শুরু করে গ্রাহক প্রত্যেকের মনে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে এই কাজ কিভাবে সম্পন্ন করা যাবে। কারন কখনো জানা গেছে গ্রাহকদের নিজেদের পার্শ্ববর্তী গ্যাস সংস্থার অফিসে গিয়ে আধার বায়োমেট্রিক লিংক করাতে হবে। আবার কোনো কোনো সময় এই নিয়েও প্রশ্ন উঠেছে যে গ্যাস ডেলিভারি বয়রা যখন বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দিতে আসবে তখন তাদের কাছে থাকা বায়োমেট্রিক যন্ত্র দিয়ে এই কাজটি সম্পন্ন করবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, গ্রাহকদের কাছে এই আধার বায়োমেট্রিক সংযুক্ত করার খবরটি ঠিকমতো এখনো না পৌঁছালেও গ্যাস ডিলাররা এই কাজটি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। সরকারি নির্দেশিকা অনুসারে জানা যাচ্ছে এই কাজটি যদি কোনো গ্রাহক না করেন সে ক্ষেত্রে তার গ্যাস ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজটি সম্পন্ন করার জন্য নিকটবর্তী গ্যাস অফিসে ভিড় করছেন প্রচুর মানুষ। যদিও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে কাজটি সেরে ফেলতে চাইছেন অনেকেই। যদিও এই সময়সীমা বাড়ানো হতে পারে বলে ওয়াকিবহাল মহলের অনুমান।
মোবাইল থেকে অ্যাপ এর মাধ্যমে ই-কেওয়াইসি করার স্টেপ বাই স্টেপ গাইড👇👇
ইন্ডেন গ্যাস সংস্থার গ্রাহক সেবা প্রতিনিধির কথায় মোবাইল অ্যাপের মাধ্যমেই করে ফেলা সম্ভব বায়োমেট্রিক আপডেট এর কাজটি। এর জন্য নিজের কাছে থাকা স্মার্টফোনে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
সেই অ্যাপ দুটি হল :
(১) *IndianOil one* ( https://play.google.com/store/apps/details?id=cx.indianoil.in )
এবং
(২) *AadhaarFaceRD*
( https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.facerd )
সঠিকভাবে অ্যাপ দুটি ইন্সটল করার পর *IndianOil one* অ্যাপে প্রথমেই লগইন করতে হবে এবং অ্যাকাউন্ট করা না থাকলে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। এরপর এই অ্যাপে থাকা একদম উপরের তিনটি দাগ অর্থাৎ মেনু অপশনে ক্লিক করলে দেখা যাবে *My Profile* নামক একটি অপশন। সেখানে ক্লিক করার পর যে পেজ খুলবে তা নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে *ReKYC* অপশন।
সেখানে ক্লিক করার পর যে শর্ত দেওয়া থাকবে তাতে টিক দিতে হবে এবং এরপর মোবাইলটি গ্রাহকের মুখের সামনে ধরতে হবে ঠিক সেলফি তোলার মতো। সঠিকভাবে ধরার পর চোখের পাতা একবার বন্ধ করে খুলতে হবে। চোখের পাতা বন্ধ করে খুললেই নিজে থেকে ছবি উঠে যাবে এবং তা Indane সংস্থার সার্ভারে আপলোড হয়ে যাবে।
এই কাজগুলি সম্পন্ন হওয়ার পর বায়োমেট্রিক আপডেট হলো কিনা তা দেখা যাবে ওই অ্যাপের মধ্যে *ReKYC* স্ট্যাটাস অপশন থেকে। এইভাবে সহজে ই বাড়িতে বসে নিজের এলপিজি গ্যাসের সঙ্গে আধার বায়োমেট্রিক সংযুক্তিকরণ এর কাজটি সহজে করে ফেলতে পারবেন।