বহু মুল্যবান সাপের বিষ সহ গ্রেফতার ৪
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বহু মুল্যবান সাপের বিষ সহ গ্রেফতার করা হলো চারজনকে। বৃহস্পতিবার রাতে বন দপ্তরের আসানসোল রেঞ্জ অফিসের তরফে একটি অভিযান চালানো কুলটির চিনাকুড়ি এলাকায়।
পাশের জেলা পুরুলিয়ায় বন দপ্তরের রেঞ্জ অফিস থেকে আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসে চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে। যার মধ্যে বহুমূল্যের সাপের বিষ রয়েছে। এরপর সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষ সহ চারজনকে গ্রেফতার করে আসানসোলের বন দপ্তরের রেঞ্জ অফিস।
ধৃতরা আন্তঃরাজ্য সাপের বিষ পাচারের যে চক্র রয়েছে তার সাথে জড়িত রয়েছে বলে বলে মনে করছে বন দপ্তরের আধিকারীকেরা। একটি গাড়ি সহ সাপের বিষ ও গ্রেফতার হওয়া চারজনকে কুলটি থানার শাঁকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। ধৃতদেরকে শুক্রবার আসানসোল আদালতে তোলা হবে। তবে ধৃতরা গাড়িতে করে এই সাপের বিষ কোথা থেকে এনে কোন জায়গায় পাচারের উদ্যেশে নিয়ে যাচ্ছিলো এই বিষয়ে আসানসোল রেঞ্জ অফিসের রেঞ্জ অফিসার সঞ্জয় পতি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
- পশুবলি নিষিদ্ধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ হাইকোর্টের : অবশেষে বোল্লা কালী মন্দিরে বলি নিয়ে কাটল জটিলতা
- বেতন বৃদ্ধির দাবিতে আবারও আসানসোল পুরনিগমে বিক্ষোভ সাফাই কর্মীদের, আশ্বাস মেয়রের
- Mamata Banerjee : अवैध कोयला – बालू पर करें कार्रवाई, जो पैसा ले रहा वह समझे, किसी को ना छोड़े
- पार्वती टीचर्स ट्रेनिंग इंस्टीट्यूट में आर्ट आफ लिविंग का चार दिवसीय शिविर
- দামোদরে ডুবে মৃত্যু ধানবাদের তিন স্কুল পড়ুয়ার