ASANSOL-BURNPUR

বার্ণপুরের জঙ্গল থেকে উদ্ধার পুরনিগমের সাফাই কর্মীর দেহ, খুনের অভিযোগে আটক দুই

বেঙ্গল মিরর, আসানসোল ও বার্ণপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ( Asansol News Today ) আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের সূর্যনগরের চাঁপরাইল গ্রামের পুকুরের পাশে জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। শনিবার সকালের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম সাধন বাউরি (৪৪)। চাঁপরাইল গ্রামের বাসিন্দা সাধন বাউরি আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিসে অস্থায়ী সাফাই কর্মী হিসাবে কাজ করতেন। মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা এই ঘটনাকে খুন সন্দেহ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। দুপুরে জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। জানা গেছে, সাধন বাউরির মাথার পেছনে পাথর ও বোল্ডার জাতীয় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। তাতে তার মৃত্যু হয়েছে।


এদিকে, মৃত সাধন বাউরির ছেলে রাজু বাউরি শনিবার সকালে জানান, শুক্রবার রাতে তার বাবা বাড়িতে ঘুমোচ্ছিলেন। শনিবার সকালে তাকে বাড়ির অদূরে পুকুরের ধারে দুইজনকে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পর পুকুরের পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি আমাকে বলেন, পুকুরের পাশে জঙ্গলে একটি মৃতদেহ পাওয়া গেছে। রাজুর দাবি, তার বাবার সঙ্গে থাকা দুজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করুক। পাশাপাশি তিনি এই ঘটনাকে খুন সন্দেহ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


অন্যদিকে হিরাপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন, মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঐ ব্যক্তির সঙ্গে থাকা দু’জনকে আটক করা হয়। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছে যে, সাধন বাউরির সঙ্গে দুজন শুক্রবার রাতে ঐ এলাকায় রাস্তায় হোডিং লাগানোর এ্যাঙ্গেল চুরি করেছিলো। পরে রাতে তারা চাঁপরাইল গ্রামের অদূরে পুকুরের পাশে জঙ্গলে চোরাই মালের ভাগবাটোয়ারা করছিলো। সেই সময় সাধনের সঙ্গে তা নিয়ে বচসা লাগে। এরপর এই দুজন মিলে তাকে পাথর ও বোল্ডার জাতীয় ভারী জিনিস দিয়ে মাথার পেছনে আঘাত করে পালিয়ে যায়। শনিবার সকালে এলাকার এক বাসিন্দা জঙ্গলে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির লোকেরা খবর পায়। পুলিশ আধিকারিক আরো বলেন, মৃত ব্যক্তির পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলেই, দুজনকে গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *