রাস্তায় গাছের ডাল কাটতে গিয়ে বিপত্তি, বিদ্যুতের খুঁটি ভেঙ্গে মৃত্যু এক যুবকের
বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, কাজল মিত্র, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ ( Salanpur News ) আসানসোলের সালানপুর থানার সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েতের অন্তর্গত কর্মতীর্থর ঠিক সামনেই রাস্তার পাশেই কাটা হচ্ছিলো গাছের ডাল। আর সেই গাছের ডাল কাটতে গিয়ে ঘটলো বিপত্তি। গাছের ডাল গিয়ে পড়ে রাস্তার বিদ্যুৎ খুঁটির তারে। গাছের ডালের ওজন সামালতে না পেরে ভেঙ্গে পড়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি। আর ভাঙ্গা খুঁটি গিয়ে পড়ে আছড়া বাউরি পাড়ার বাসিন্দা মনোজ বাউরি(৩৬) নামে এক যুবকের উপরে। তাতে গুরুতর আহত হয় মনোজ বাউরি। তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে আসে এলাকায় আসে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। রাস্তা থেকে সরানো হয় গাছের কাটা ডাল ও ভাঙ্গা বিদ্যুতের খুঁটি।
ঘটনা প্রসঙ্গে মৃত মনোজ বাউরির স্ত্রী বুলু বাউরি বলেন, গত কয়েক দিন ধরে গোবা নামে ব্যক্তি স্বামীকে গাছ কাটার জন্য ডাকছিলো। এদিন তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিলো। আমি দুপুরের দিকে খবর পাই, আছড়ার রাস্তায় গাছ কাটার সময় নাকি তার শরীরে উপর বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
তবে ঘটনা প্রসঙ্গে স্থানীয় ব্যক্তি তথা প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হরেরাম তেওয়ারি বলেন, রাস্তার পাশে শুকনো গাছের ডাল ছিলো। মানুষের যাতে কোনো বিপদ না হয় তা ভেবেই ডাল কাটা হচ্ছিলো। কিন্তু গাছের ডাল গিয়ে পড়ে বিদ্যুতের তারে। তাতেই সামনে থাকা বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যায়। তখন ঐ খুঁটির সামনেই দাঁড়িয়ে ছিলেন মনোজ বাউরি। খুঁটি গিয়ে তার শরীরে পড়ে। আহত অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক জানায় তার মৃত্যু হয়েছে।
এদিকে, পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঠিক কি করে ঐ যুবকের মৃত্যু হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হবে।
- Asansol : श्री नरसिंह बांध बालाजी धाम की रजत जयंती समारोह 10 से 22 तक
- আসানসোলের চিকিৎসক পকসো আইনে গ্রেফতার, চেম্বারে স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ
- बर्नपुर शांता एजुकेशनल फाउंडेशन युवा कल्याण और सशक्तिकरण के लिए शिक्षा, खेल और अन्य गतिविधियों को बढ़ावा देगी : कमलेंदु मिश्रा
- Asansol पॉक्सो एक्ट में प्रसिद्ध चिकित्सक गिरफ्तार, रिमांड पर
- Asansol : वेतनवृद्धि की मांग पर प्रदर्शन कर रहे कर्मियों को मेयर ने इस दिन बुलाया