সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ ১০ দল নিয়ে শুরু
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল থেকে অনুপ্রাণিত হয়ে আসানসোলের সৃষ্টিনগরে শুরু হয়েছে সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ বা এসপিএল। ২০২৪ সালে এই এসপিএল দ্বিতীয় বছরে পড়লো। বুধবার বিকেলে এক অনুষ্ঠানে আসানসোলের সৃষ্টিনগরের ওডিসি ক্লাবে ১০টি দলকে নিয়ে দ্বিতীয় এসপিএলের আনুষ্ঠানিক সূচনা হয়।
অ্যাভেঞ্জারস, ওয়ারিয়র্স, প্রিডেটরস, নিনজা, ড্রাগনস, রেবেলস, চ্যালেঞ্জার্স, ম্যাভরিকস, প্যান্থারস এবং টাইটানস” র মতো দলগুলি শুক্রবার থেকে এসপিএল জিততে প্রতিদ্বন্দ্বিতায় নামবে। ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতায় রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা হবে। রাউন্ড রবীন লিগের প্রতিটি ম্যাচ ৮ ওভারের হবে। প্রতিটি দলে ৮ জন মুল খেলোয়াড়ের সঙ্গে ৪ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে৷ লিগ পর্বে শীর্ষস্থানে থাকা ৪ টি দল সেমিফাইনালে যাবে । এই পর্যায়ের প্রতিটি ম্যাচ ১০ ওভারের হবে বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছ। প্রতিদিন খেলা বিকাল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
এদিন এসপিএলের উদ্বোধন একটি আকর্ষণীয় ইভেন্টের মতো ছিল। যেখানে বিখ্যাত শিল্পীদের লাইভ মিউজিক এবং পারফরম্যান্স প্রদর্শন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী দশটি দলের এসপিএল ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে ।
প্রথম এসপিএলের আয়োজন দুর্দান্ত ভাবে সফল ছিল। সেই সফলতা আমাদেরকে দ্বিতীয় সংস্করণকে আরো বৃহত্তর স্কেলে আয়োজন করতে অনুপ্রাণিত করেছ। সমস্ত খেলাগুলি বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শকরা তাদের পরিবারের সঙ্গে খেলাগুলো উপভোগ করতে পারেন, তারজন্য সব ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিনয় চৌধুরী (গ্রুপ হেড- প্রপার্টি ম্যানেজমেন্ট, সৃষ্টিনগর, আসানসোল) ।
তিনি আরো বলেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার সন্দীপ পাতিল ১২ জানুয়ারি এসপিএলের শেষ দিনে উপস্থিত থাকবেন ও বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন।