দুয়ারে লোকসভা নির্বাচন, মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বৈঠকে জেলা তৃনমুল নেতৃত্ব
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ দুয়ারে লোকসভা নির্বাচন। তাই নতুন বছরের একবারে শুরু থেকে নিজেদের রাজনৈতিক ক্ষমতা নির্বাচনের ময়দানে পরখ করে নিতে চাইছে শাসক ও বিরোধী সব দলই। শনিবার রাতে আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক ডাকা হয়। মুলতঃ রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসুর উপস্থিতিতে এই বৈঠক হয়।
তবে এই বৈঠকে আসানসোল পুরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ও দলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় অবশ্য ছিলেন না। জেলার প্রথম সারীর এই তিনজন বৈঠকে না আসার কারণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তিনজনের অনুপস্থিতি নিয়ে বৈঠকে উপস্থিত জেলা নেতাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে
সামনের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে শাসক দলের মধ্যে। তবে এদিন প্রথম বৈঠক ছিল না। আগের একইভাবে তিনজনকে দলীয় বৈঠকে দেখা যায়নি।
বৈঠকে রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীরা ব্লক সভাপতিদের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন৷ এর মধ্যে বুথ স্তরে দলের সংগঠনকে শক্তিশালী করতে এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও কাজগুলিকে সর্বাধিক প্রচার করতে বলা হয়েছে। উপনির্বাচনের মতোই এবারের লোকসভা নির্বাচনেও আসানসোল আসনে বড় ব্যবধানে জেতার চেষ্টা শুরু হয়েছে শাসক দলের অন্দরে।
এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমা জেলা সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি, তৃনমুল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, তৃনমুল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ দেওয়াসি , আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ তথা ব্লক সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, মহঃ আরমান, ছাত্রনেতা অভিনব মুখোপাধ্যায় ।