আসানসোলের কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডিকে বাঁকুড়া কেন্দ্রের কো-অর্ডিনেটরের দায়িত্ব
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: এআইসিসি বা
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল দলের সভাপতির অনুমোদনের পরে, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন লোকসভা কেন্দ্রের জন্য ” কো-অর্ডিনেটর” র নাম ঘোষণা করেছেন। আসানসোলের কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের কেন্দ্রীয় নেতৃত্বর তরফে এই ঘোষণা করার পরে প্রসেনজিৎ পুইতুন্ডির সঙ্গে যোগায়োগ করা হলে তিনি বলেন, কংগ্রেস হাইকমান্ড আমার প্রতি যে আস্থা প্রকাশ করেছে এবং আমাকে এই দায়িত্ব দিয়েছে এটা অত্যন্ত সম্মানের বিষয়। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথে যুক্ত আছি। কংগ্রেসের একজন অনুগত সৈনিকের মতো আমার দায়িত্ব পালন করছি। ভবিষ্যতেও একই আমার এই কাজ চালিয়ে যাবো।
তিনি আরো বলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অধীর চৌধুরী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ দলের উচ্চ নেতৃত্বর প্রতি আমি কৃতজ্ঞ । দলের স্বার্থে যা-ই নির্দেশ দেওয়া হবে, আমি অবশ্যই সেই দায়িত্ব পালন করবো। তিনি বলেন, বাঁকুড়া কেন্দ্রের দায়িত্ব আমার হাতে তুলে দেওয়া হয়েছে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের পতাকা উত্তোলনের জন্য আমি সর্বাত্মক সচেষ্ট হবো। এদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের কংগ্রেসের কো-অর্ডিনেটর করা হয়েছে মিল্টন রশিদকে।