ASANSOL

” আসানসোল প্রগতি ” র আর্থিক সহায়তা প্রদান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়* : ” আসানসোল প্রগতি ” স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র ভবন চত্বরে এক অনুষ্ঠানে অভাবী মানুষদের পাশে দাঁড়ালো। তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিন “প্রগতি ” র পক্ষ থেকে আইআইটি চেন্নাইয়ের ছাত্র সৌরভ মালকে ৫০০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও ৬ রোগীকে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়।

প্রতিবন্ধীর জন্য একটি হুইল চেয়ারও দেওয়া হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , বিএন ঘাঁটির তরফে সোমনাথ ঘাঁটি ও রিন্টু ঘাঁটি, সুমন্ত ঘাঁটি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শচীন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ” প্রগতি”র এই উদ্যোগের প্রশংসা করেন সকলেই।
অনুষ্ঠান সম্পর্কে শুভব্রত ওরফে পিন্টু ভট্টাচার্য বিস্তারিত তথ্য দিয়ে বলেন, ” আসানসোল প্রগতি ” বরাবরই অভাবী মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও তারা এইভাবে প্রয়োজনে মানুষের পাশে থাকবে।

Leave a Reply