শুরু হলো ৫ দিনের ” সালানপুর ব্লক সম্প্রীতি উৎসব “ ২০২৪
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- শুরু হলো ৫ দিনের ” সালানপুর ব্লক সম্প্রীতি উৎসব “ ২০২৪। মঙ্গলবার সন্ধ্যায় রূপনারায়ণপুর থানার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হল।অনুষ্ঠানটি সালানপুর ব্লকের হিন্দুস্থান কেবলস শ্রমিক মঞ্চে শুরু হলো পাঁচ দিবসিয় এই আসানসোল উৎসব।
এদিন এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ,আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস,উৎসব কমিটির সম্পাদক শ্রাবনী চক্রবর্তী ,বিশিষ্ট সমাজসেবী বিজয় সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদুৎ মিশ্র সহ অন্যান্যরা ।




সালানপুর ব্লক সম্প্রীতি উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান । তাছাড়া প্রতিদিন দুপুর ২.০০টা থেকে রাত্রি ৯.০০টা অবধি, মেলা প্রাঙ্গণে থাকছে আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রসনা তৃপ্তির জন্য বিভিন্ন স্বাদের খাবারের স্টল, তাছাড়া বুটিক এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা থাকছেন তাদের নিজেদের হাতের তৈরি সামগ্রী নিয়ে। উৎসবের অনুষ্ঠানের প্রধান অতিথি বিধান উপাধ্যায় জানান এই সালানপুর সম্প্রীতি উৎসব ৫ দিন ধরে চলবে। প্রতিদিনই স্থানীয় শিল্পী ও সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কলকাতার শিল্পীরা আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়া এবারের উৎসবে বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য ও বিদেশের হস্তশিল্প সামগ্রী সহ নানা সম্ভারের স্টল রয়েছে। থাকছে আলোচনা সভাঃ “সালানপুর ব্লকে শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা”।