BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দ্বিতীয় বর্ষের বারাবনি প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হল
বারাবনির দোমহানি ফুটবল ময়দানে। মঙ্গলবার মুকুল ইলেভেন বনাম অমিত ইলেভেনের ফ্রেন্ডলী ম্যাচের মধ্য দিয়েই দ্বিতীয় বর্ষের বিপিএল (বারাবনি প্রিমিয়ার লিগ) ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়। যেখানে ময়দানে খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামেন টুর্নামেন্টের মূল উদ্যোক্তা মুকুল উপাধ্যায়।তাছাড়া অমিত ইলেভেনের হয়ে ময়দানে নামেন ভোলা সিং।মাঠে ব্যাট হাতে মুকুল উপাধ্যায় ময়দান কাপালেও অবশেষে আজকের ম্যাচে জয়লাভ করেন অমিত ইলেভেন।

তাছাড়া এদিন টুর্নামেন্টের ১২টি দলের টিম ওনারদের হাতে জার্সি তুলে দিয়ে টুর্নামেন্টের শুভারম্ভ করেন বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায় ও বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো বিশিষ্ট ব্যক্তিগণ।এই টুর্নামেন্টের মূল প্রতিযোগিতা শুরু হবে বুধবার থেকে।৮দিন ব্যাপী বিপিএল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪শে জানুয়ারি দোমহানি ময়দানে।এদিন বারাবনি বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায় জানান আজকেই টুর্নামেন্টের উদ্বোধন করা হল।কাল থেকে ১২টি দলের মূল পর্বের খেলা গুলি অনুষ্ঠিত হবে।তাছাড়া ৮দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ২৪শে জানুয়ারি।তিনি আরো জানান মোবাইল ফোন থেকে যুব সমাজকে সরিয়ে নিয়ে এসে একটি বড় মাপের মঞ্চে তৈরি করার জন্য এই টুর্নামেন্ট।

Leave a Reply