PANDESWAR-ANDAL

অবৈধ বালির চোরাচালানের অভিযোগে ৬ জন গ্রেপ্তার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : বালির ভুয়ো চালান তৈরির অভিযোগে এবার পাণ্ডবেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে হানা দিয়ে পেল বড়সড় সফলতা। ঘটনা প্রসঙ্গে জানা যায় অবৈধ বালির চোরাচালানের অভিযোগে এই ৬ জনকে গ্রেপ্তার করে পান্ডবেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের অবৈধ বালির চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করে তাদের কাছে আরো সব তথ্য সংগ্রহে জুটেছে পান্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহষ্পতিবার ভোরে অজয় নদের বালিঘাট থেকে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতদের মধ্যে অন্যতম মহেন্দ্র নাথ দাস, যার বাড়ী মুর্শিদাবাদের খড়গ্রামে, তাকে ভুয়ো চালান তৈরীর অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। বাকি ৫ জন হল ট্রাক চালক। ধৃতদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। যেখানে মহেন্দ্র নাথ সহ চারজনের চারদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেয় আদালত, বাকি দুজন কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে একটি বালিঘাটের চালান বানাত মহেন্দ্র, যা নিয়ে সে এদিন ক্যামেরার সামনে নিজের বয়ানে স্বীকার করে। পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে, অবৈধ বালি কারবারের হদিশ খোঁজার উদ্যোগ নিচ্ছে। ধৃতরা কতদিন ধরে এধরনের কারোবার এই অঞ্চলের চালিয়ে যাচ্ছিল তার ও খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *