রাজ্য পুলিশের ৭৯ জন আধিকারিকের বদলির নির্দেশ
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: লোকসভা নির্বাচনের আগে, পশ্চিমবঙ্গে পুলিশ ও প্রশাসনিক স্তরে রদবদল চলছে। এখন রাজ্য পুলিশের এসিপি, এসডিপিও এবং ডিসপি স্তরের ৭৯ জন অফিসারকে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে। অনেক সিনিয়র ইন্সপেক্টরও এসিপি বা ডিএসপি পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটও অনেক এসিপি পদোন্নতি পেয়েছেন।









দেখুন তালিকা :








