আসানসোল সিভিল রাইটস্’ র সম্প্রীতি উৎসব
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল সিভিল রাইটস্’ র পক্ষ থেকে রবিবার আসানসোল জেলা গ্রন্থাগারের সংহতি মঞ্চে ঘৃণা, ধর্মীয় মেরুকরণ, যুদ্ধের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে এক সম্প্রীতি উৎসবের করা হয়। এই উৎসবে নাটক, গান, কবিতা নাচ ও পোষ্টার প্রদর্শনী সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চন্দ্রাণী পাত্র। শ্রমজীবী মেয়েদের গান নিয়ে বিস্তারিত আলোচনা সহ সংগীত পরিবেশন করেন চন্দ্রা মুখোপাধ্যায়। ” ভগবানের ভুল বারান্দা” নামে একটি নাটক প্রদর্শন করে উড়ান নাট্য গোষ্ঠী।




কলকাতার দিলখুশের থেকে পরিবেশিত হয় জ্বালাতনের অপেরা। সমরেশ বসুর আদাব নাটক উপস্থাপনা করেন কুনাল ও অভিজিৎ। চর্যাপদের পক্ষ থেকে নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন জন আবৃত্তি পরিবেশন করেন এদিনের অনুষ্ঠানে।
আসানসোল সিভিল রাইটস্ এর পক্ষ থেকে ডাঃ স্বাতী ঘোষ জানান, ধর্মীয় মেরুকরণ ও যুদ্ধের বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য এর আয়োজন করা হয়েছিলো। আসানসোল সিভিল রাইটস্ ‘র এদিনের ক্ষুদ্র প্রয়াস সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। তিনি আরো বলেন, আমরা ভালো সাড়া পেয়েছি।