ASANSOL

আসানসোল ব্রেইল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল ব্রেইল একাডেমির ( ইউনিট অফ আসানসোল প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস সোসাইটি) ২০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হলো আসানসোলের সেনরেল রোডের এইচএলজি হাসপাতাল মোড় সংলগ্ন আড্ডা গ্রাউন্ডে। এদিন সকালে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান তথা আসানসোল প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অমরনাথ চট্টোপাধ্যায়।


এই প্রসঙ্গে আসানসোল প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস সোসাইটির সম্পাদক প্রদ্যুত মজুমদার বলেন, এই প্রতিযোগিতায় ব্রেইল একাডেমির ২৬ ছেলেমেয়ে অংশ নিয়েছে। প্রতি বছরই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
অন্যদের মধ্যে ছিলেন সোসাইটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় বনশল, ব্লাইন্ড স্কুলের সেক্রেটারি সুব্রত বাগচি ও টিচার ইনচার্জ অভিজিৎ মন্ডল।

Leave a Reply