বারাবনি প্রিমিয়ার লিগ জিতল দোমহানি স্টার স্পোটিং ক্লাব
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি প্রিমিয়ার লিগ এর দ্বিতীয় বার্ষিক ফাইনাল টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হল
বারাবনির ব্লকের দোমহানি ফুটবল ময়দানে ।এই খেলার শুভ সূচনা বিগত কিছুদিন আগেই শুরু হয়েছিল যার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল বুধবার বারাবনি ব্লকের দোমহানি ফুটবল ময়দানে।
এদিনের এই ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় মহাশয় এর পত্নী সুচিস্মিতা উপাধ্যায় মহাশয়া
।
এই বিপিএল খেলাটি যার পরিচালনায় হয় তিনি হলেন
বারাবনি বিধানসভার যুব নেতা মুকুল উপাধ্যায় । যুব সমাজকে খেলা ধূলোর প্রতি আকর্ষিত করতে যুবনেতা মুকুল উপাধ্যায়ের উদ্যোগে আটটি দল নিয়ে তৈরি করা হয়েছিলো বিপিএল ক্রিকেট টুর্নামেন্টটি। আজকের এই ফাইনাল খেলাটি অন্তরীক্ষ ইলেভেন বনাম দোমহানি স্টার স্পোটিং ক্লাব এর মধ্যে হয় ।টসে জিতে অন্তরীক্ষ ইলেভেন
ফিল্ডিং করে ১৬০ রানের টার্গেট থাকে।হাড্ডাহাড্ডি খেলায় অন্তরীক্ষ ইলেভেন কে হারিয়ে ৬৪ রানে জয়ী হয় দোমহানি স্টার স্পোটিং ক্লাব ।জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সুচিস্মিতা উপাধ্যায় মহাশয়া ।জয়ী দলকে ৮০ হাজার টাকা ও পরাজিত দলকে ৬০ হাজার টাকা সহ সুন্দর ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় ।তাছাড়া খেলায় ম্যান অফ দা ম্যাচ,ম্যান অফ দা সিরিজ , বেস্ট বলার ,বেস্ট ফিল্ডার, বেস্ট ব্যাটসম্যান কেও পুরস্কৃত করা হয় ।এদিন খেলা প্রেমী তথা সমাজ সেবী সুচিস্মিতা উপাধ্যায় জানান যে বিভিন্ন জায়গায় এই খেলা চালু হয়েছে সেইমত বারাবনি প্রিমিয়াম লীগ খেলার সূচনা করা হয় এই বছর দ্বিতীয় বর্ষে খেলাটি হল খুব সুন্দর ভাবে খেলাটি হয়।
তিনি জানান
মোবাইল ফোন থেকে যুব সমাজকে সরিয়ে নিয়ে এসে একটি বড় মাপের মঞ্চে পৌঁছানোর লক্ষ নিয়েই সুন্দর এই উদ্যোগ গ্রহণ ।এদিনএর ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন খেলার প্রধান উদ্যোক্তা তথা তৃণমূলের যুব নেতা মুকুল উপাধ্যায় , সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং ,অমিত সিং ,সমাজ সেবী বরুণ তেওয়ারি , জিৎপূর পঞ্চায়েত এর উপপ্রধান সুজিতমোদক , দেবাশীষ মিশ্র সহ অনেকে
প্রথম দিন থেকে শেষ পর্যন্ত খেলাটির সম্পূর্ন ভাবে পরিচালনা করেন রাকেশ শর্মা উরফ জগু
এদিন যুবনেতা মুকুল বাবু বলেন আমাদের একটাই চেষ্টা যুব সমাজের খেলা ধূলোর জন্য ভালো একটা মঞ্চ তৈরি করে দেওয়া তা ক্রিকেট হোক বা ফুটবল।মোবাইল ফোন থেকে দূরে সরিয়ে মাঠে খেলা ধুলা করলে যুব সমাজ ভাল থাকবে।