ASANSOL

আসানসোল পুরনিগমের ৮৭ নং ওয়ার্ডে অবাধে চলছে বেআইনি কয়লাখনি, বন্ধের দাবিতে থানায় স্মারক লিপি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের ডামরা এলাকার আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বুধবার আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জের সাথে দেখা করে তার কাছে একটি স্মারকলিপি দেন। থানায় যাওয়ার আগে ডামরা এলাকার আদিবাসী সম্প্রদায়ের মহিলা ও পুরুষেরা আসানসোল পুরনিগমে আসেন। কিন্তু সেখান থেকে তাদের বলা হয়, বেআইনি কয়লাখনি বন্ধ করে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের। এরপর তারা সেখান থেকে আসানসোল দক্ষিণ থানায় যান।

পরে তারা বলেন, ডামরা এলাকায় শ্মশান যাওয়ার রাস্তার দুই পাশে অবৈধ কয়লা খনি চলছে। এই কয়লা খনির এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়ে গেছে। এর পেছনে একটা চক্র রয়েছে। তারা আরো বলেন, এরা আগে পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে অনুরোধ করা হয়েছিলো। আমরা আবারও পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি এইসব অবৈধ খনি বন্ধ করার জন্য । তাদের দাবি, এইসব অবৈধ খনির কারণে রাস্তার বেহাল দশা হয়েছে। সাধারণ মানুষের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে এইসব অবৈধ খনি বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। নাহলে, আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন নামবো।তবে, আসানসোলের ডামরা এলাকায় বেআইনি কয়লাখনি চলার অভিযোগ নতুন নয়। এর আগেও এই এলাকায় বেআইনী কয়লাখনি চলার অভিযোগ উঠেছে। আরো অভিযোগ, আসানসোল দক্ষিন থানার পুলিশ সবকিছু জানলেও, কোন পদক্ষেপ নেওয়া হয়না।

Leave a Reply