বার্ণপুরে ” রোড রেস ২০২৪ ” র আয়োজনে ছাত্র, যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ
বেঙ্গল মিরর, বার্ণপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুরের ছাত্র যুব ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মঙ্গলবার বার্ণপুর স্টেশন মোড় সংলগ্ন তৃণমূল কার্যালয়ের সামনে থেকে ” রেস পিস অ্যান্ড ইউনিটি ন্যাশনাল লেভেল ইনভিটেশনাল রোড রেস ২০২৪” এর আয়োজন করা হয়।
এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, কাউন্সিলর অশোক রুদ্র। এদিন সবুজ পতাকা দেখিয়ে এই রোড রেসের শুভ সূচনা করেন সাংসদ শত্রুঘন সিনহা ও মেয়র বিধান উপাধ্যায়।
এই রেসের অন্যতম উদ্যোক্তা অশোক রুদ্র বলেন, এই রেসে ৬০০ এর বেশি ছেলে এবং মেয়েরা অংশগ্রহণ করেছে। এতে শুধু রাজ্যের নয় পার্শ্ববর্তী সহ বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। তিনি আরো বলেন, ছেলেমেয়েদের উৎসাহ বাড়াতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।