ASANSOL

পশ্চিম বর্ধমান জেলায় প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে, ৩৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলায় শুক্রবার প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়। তবে জেলার দুই মহকুমা আসানসোল ও দূর্গাপুরে সবমিলিয়ে ৩৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে মহিলা রয়েছেন ২৪৬ জন। সেখানে পুরুষ পরীক্ষার্থী রয়েছেন ৮৭ জন।
পশ্চিম বর্ধমান জেলায় মধ্য শিক্ষা পর্ষদের তরফে গোটা পরীক্ষা দেখভাল করা কমিটি সূত্রে জানা গেছে জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছিলো ২৮ হাজার ৪১৮ জন। সেখানে শুক্রবার পরীক্ষার প্রথম দিন পরীক্ষা দেয় ২৮ হাজার ৮৫ জন।


পশ্চিম বর্ধমান জেলার আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় এদিন বলেন, এদিন জেলার দুই মহকুমায় প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়। কোথাও কোন সমস্যা বা জটিলতা ছিলো না।
এদিকে, এদিন পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে যাতে কোন সমস্যায় না পড়েন, তার জন্য জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে সব ব্যবস্থা করা হয়েছিলো।

Leave a Reply