ASANSOL

ডিভিসি কর্মচারীদের মধ্যে ইউনিয়নের স্বীকৃতির নির্বাচনে জয়ী সিটুর জোট, তৃতীয় স্থানে বিএমএস

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল । ডিভিসি সমস্ত কর্মচারীদের মধ্যে ইউনিয়নের স্বীকৃতির জন্য নির্বাচনী গণনা শেষে শুক্রবার দেখা গেল ভোটের তৃতীয় স্থানে পৌঁছে গেছে ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত  শ্রমিক সংগঠন। মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি এই ভোটে যথেষ্ট প্রভাব ফেলেছে। অন্যদিকে সিটুর জোট শ্রমিক ইউনিয়ন ৫৬.৬৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে।

সিটুর জোটে এ আই টি ইউ সি এবং আইএনটিইউসি ও ছিল। সবচেয়ে করুণ অবস্থা হয়েছে বিজেপির সহযোগী শ্রমিক সংগঠন  মজদুর সংঘ। তাদের সংগঠন ডিভিসি মজদুর সংঘ ৫. ৯৯ শতাংশ ভোট  পেয়ে  ২১৭ জনের সমর্থন পেয়েছে। এবারে ভোট পড়েছিল ৩৬৩৪।১৩ টি ভোট বাতিল হয়। দ্বিতীয় স্থানে আছে তৃণমূল ও তাদের সহযোগী স্রানিক সংগঠন। তারা ২০৫২ টি ভোট পেয়েছে।

Leave a Reply