অন্ডাল ও জামুড়িয়ায় দুটি পৃথক পথ দূর্ঘটনায় এক খনি কর্মী সহ দুজনের মৃত্যু
বেঙ্গল মিরর , আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) আসানসোলের জামুড়িয়া ও অন্ডালে গত ২৪ ঘন্টায় দুটি পৃথক পথ দূর্ঘটনায় এক খনি কর্মী সহ দুজনের মৃত্যু হয়েছে। দুটি ঘটনা ঘটেছে বুধবার রাতে ও বৃহস্পতিবার রাতে। মৃতরা হলো আসানসোলের হিরাপুর থানার বার্ণপুরের বারি ময়দানের সৈয়দ মহম্মদ তাবরেজ (৩৫) ও অন্ডাল থানার বহুলার পুরনো জামবাদ কোলিয়ারির যোগেন্দ্র হরিজন ( ৫০)। আসানসোল জেলা হাসপাতালে দুটি মৃতদেহর ময়নাতদন্ত ু।



পুলিশ সূত্রে জানা গেছে, অন্ডালের বাসিন্দা খনি কর্মী যোগেন্দ্র হরিজন বুধবার রাতে মোটরবাইক করে বাড়ি থেকে কর্মস্থল ইসিএলের তিলাবনি কোলিয়ারি যাচ্ছিলেন। সেই সময় ছোঁড়া পেট্রোল পাম্পের কাছে একটি ডাম্পার তাকে পেছন থেকে ধাক্কা মারে। তাতে ঐ খনি কর্মী দূরে ছিটকে পড়ে গুরুতর জখম হন। পুলিশ খবর পেয়ে এলাকায় আসে ও তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে মোটরবাইক করে বাড়ির দিকে যাচ্ছিলেন আসানসোলের বার্ণপুরের বাসিন্দা সৈয়দ মহম্মদ তবরেজ। জামুড়িয়া থানার ১৯ নং জাতীয় সড়কের শ্রীপুরে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ ও জাতীয় সড়ক কতৃপক্ষের এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। পরে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।