হেরিটেজ স্কুলে অভিনব উপায়ে হয় সরস্বতী পুজোর উদ্বোধন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : অভিনব উপায়ে স্কুলে সরস্বতী পুজোর উদ্বোধন হল হেরিটেজ স্কুলে। রানীগঞ্জের ঐতিহ্য বহন করে আসা সু প্রাচীন বিদ্যালয় গুলির অন্যতম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত, রানীগঞ্জের হেরিটেজ স্কুল সিয়ালসোল রাজ হাই স্কুলে বিগত বছরের ন্যায় এ বছরও মন্ত উচ্চারণ, পুজোর ফল, ফুল, পুষ্প, শঙ্খ ধোনির মধ্যে দিয়ে সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার সাথেই,এই ঐতিহ্যবাহী স্কুলে অন্য এক ধারাবাহিকতার মধ্যে দিয়ে এখানের পুজোর সূচনা করেন স্কুল উদ্যোক্তারা। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেই সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়, যা বিদ্রোহী কবি কাজী নজরুলের পাঠ ভুমি ও তার শিক্ষক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের স্মৃতি বিজড়িত স্কুল।
আজও তাদের পুরনো ধারাকে অক্ষুন্ন রেখে, দেওয়াল পত্রিকার মাধ্যমে বিদ্যালয় এর সরস্বতী পুজোর সূচনা করেন। বুধবার এই দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন রানীগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংবাদিক বিশ্বনাথ ব্যানার্জি যাকে সকলের রাজা,দা হিসেবেই চেনেন। এছাড়াও এই পত্রিকার উদ্বোধনের সাথেই বিভিন্ন নৃত্য ও সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা।
এই বিশেষ দেওয়াল পত্রিকার মধ্যে ছাত্রদের বিভিন্ন কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ও অনবদ্য আলপনা দিয়ে, নকশা করে এই দেওয়াল পত্রিকা আকর্ষণীয় করে তুলে পড়ুয়ারা। স্কুলের প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় জানান, বিগত ১২ বছর ধরে, এভাবেই পত্রিকার উদ্বোধনের মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়ে আসছে। উদ্বোধক বিশ্বনাথ ব্যানার্জি জানান শিল্পাঞ্চলে একমাত্র এই স্কুলটিতেই সরস্বতী পুজোর উদ্বোধন এরূপভাবে হয়ে আসছে যা এক বিরল দৃষ্টান্ত।