ASANSOL

রাজ্য পুলিশে ৩০ জন ইন্সপেক্টররের বদলির নির্দেশ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্য পুলিশে ( WBP ) ৩০ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের বদলি নির্দেশ , দুজনকে ADPC-তে আনা হল। রাজ্য পুলিশের ৩০ ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করা হয়েছে। আসানসোল দুর্গাপুর কমিশনার পেয়েছেন দুই ইন্সপেক্টর। বিকাশ দত্তকে চিত্তরঞ্জনের ইন্সপেক্টর ইনচার্জ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে এডিপিসি-তে যোগ দিয়েছেন কবি রঞ্জন সিং। পূর্ব বর্ধমানের ইন্সপেক্টর দিব্যেন্দু দাসকে বারাসতের হাবড়ার সিআই করা হয়েছে। সুবীর পালকে আদ্রার আইসি করা হয়েছে।

দেখুন তালিকা :

Leave a Reply