KULTI-BARAKARRANIGANJ-JAMURIA

বরাকর থেকে কল্যাণেশ্বরী পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর, 1.06 কোটি টাকা খরচ হবে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি বিধানসভার বরাকর থেকে কল্যাণেশ্বরী পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিক পূজার মাধ্যমে স্থাপন করেন কুলটির বিধায়ক ডঃ অজয় ​​কুমার পোদ্দার । সড়কটি নির্মাণ হলে বরাকরের ব্যবসায়িক খাতে অগ্রগতি হবে। এই রাস্তাটি বরাকারের জন্য লাইফলাইন হিসেবে কাজ করবে। তিন-চার মাসের মধ্যে এই রাস্তা তৈরি হবে। এই কাজটি সম্পূর্ণ করতে 1.06 কোটি টাকা খরচ হবে। এ ব্যাপারে বিধায়ক শ্রী পোদ্দার বলেন, এটা বরাকরের মানুষের দীর্ঘদিনের দাবি।

ভারতের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন জানানোর পর আসানসোলের ডিআরএম এটি অনুমোদন করেছেন।এই কাজটি সম্পন্ন হলে বরাকরের মানুষ জাতীয় সড়কে যেতে সুবিধা পাবে এবং বরাকরের ব্যবসায় উন্নতি হবে। চার মাসের মধ্যে এ কাজ শেষ হবে। এই উপলক্ষে শিব কুমার আগরওয়াল, শঙ্কর শর্মা, কিষাণ দুধনি, পিনু চ্যাটার্জি, রামেশ্বর ভগত, রিংকু পোদ্দার, মনমোহন রাই, প্রেমদেব দাস, সোনু চৌরাসিয়া, রাজু যাদব, অজিত বাউরি, অজিত তাঁতি, বিকাশ প্রসাদ, বাবলু সাও প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *