BARABANI-SALANPUR-CHITTARANJAN

লেফ্ট ব্যাংক ময়দানে নক আউট ক্রিকেট খেলার উদ্বোধন

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :- শুক্রবার সকালে লেফ্ট ব্যাংক ময়দানে তিনদিন ব্যাপী স্বর্গীয় মানিক উপাধ্যায় ও পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।এদিন খেলার উদ্বোধন করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান ও সহ সভাপতি ভোলা সিং এবং শ্রমিক নেতা মনোজ তেওয়ারী সহ বিশিষ্ট ব্যক্তিগণেরা।এদিন সর্ব প্রথম জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে এবং স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে শুভ সূচনা করা হয়।

তারপর বিশেষ অতিথিরা ময়দানে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে তাদের উৎসাহিত করেন।তাছাড়া ব্যাট হাতে বল মেরে প্রথম খেলার উদ্বোধন করেন ব্লকের সহ সভাপতি ভোলা সিং ও খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে আসেন যুব নেতা মুকুল উপাধ্যায়।এদিন যুবনেতা মুকুল উপাধ্যায় জানান প্রতিটি পঞ্চায়েতের একটি করে দল ও পঞ্চায়েত সমিতির দল এবং স্থানীয় ক্লাবের দলকে সঙ্গে নিয়ে একটি টুর্নামেন্ট করা হয়েছে।মানুষ আনন্দের সঙ্গে এই খেলা অনুভব করছে।

এদিন শ্রমিক নেতা মনোজ তেওয়ারী জানান দ্বিতীয় বর্ষের এই খেলায় মোট ১৩টি দল অংশ গ্রহন করেন।সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের দল এবং একটি পঞ্চায়েত সমিতির দল সহ লেফ্ট ব্যাংক ঋদ্ধি সিদ্ধি ক্লাব খেলায় অংশ গ্রহণ করেন।বিধায়ক বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশমত এই খেলার শুভারম্ভ করা হয়েছিলো।এই খেলা মানুষের মনে সাড়া দিয়েছে।তাই এলাকার মানুষের কাছে অনুরোধ সবাই আসুন খেলার আনন্দ উপভোগ করুন।যুব সমাজকে খেলার প্রতি সমর্থন করুন।

Leave a Reply