RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে, এক গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :  এবার রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে, এক গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল, হাসপাতাল চত্বরে। রোগীর পরিজনদের দাবি চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য ও গাফিলতির কারণে মৃত্যু হয়েছে মহিলার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, আসানসোলের বস্তিন বাজারের, সরকারি কুয়ো এলাকার বাসিন্দা মোঃ ইবরারের বছর ৩২ এর স্ত্রী নূর জাহান, শনিবার সকালে, গলব্লাডারে স্টোন নিয়ে ভর্তি হন আনন্দলোক হাসপাতালে। পরে তাকে দুপুরে স্বাভাবিক অবস্থায় অস্ত্রোপচারের জন্য নিয়ে আসা হয় অপারেশন থিয়েটারে বলেই দাবি। এরপরই তাকে অস্ত্রোপচারের আগে অপারেশনের জন্য এনাস্থেসিস করার লক্ষ্যে ওষুধ প্রয়োগ করলে, তার শারীরিক অবস্থার অবনতি হয় বলেই জানা গেছে। আর এই ঘটনার কিছুক্ষণ পরই ওই মহিলার মৃত্যু হয়। আর এই ঘটনার খবর চাউড় হতেই, উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন, রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ।

রোগীর পরিজনদের অভিযোগ, তারা স্বাস্থ্য সাথীর কার্ডে, ওই মহিলাকে ভর্তি করলেও ওম প্রকাশ নামের এক বহিরাগত ব্যক্তি, চিকিৎসার আগে অস্ত্রোপচারের জন্য কয়েক হাজার টাকা লাগবে বলেই দাবি করলে, রোগীর আত্মীয়রা রোগীর দ্রুত চিকিৎসার জন্য কয়েক হাজার টাকা প্রদানও করেন বলেই দাবি। এর সাথেই তাদের অভিযোগ, অস্ত্রোপচারের আগে চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা কিরূপ রয়েছে, সে সম্পর্কে অন্ধকারে রাখেন রোগীর আত্মীয়দের। পরিজনদের দাবি, একটা ছোট গলব্লাডার অপারেশন করতে এসে এই অবস্থা হবে তা কখনোই ভেবে উঠতে পারিনি। তারা দাবি করেন এখানের চিকিৎসক ডাক্তার জে কে শাহ প্রসিদ্ধ চিকিৎসক, এই নাম শুনে আমরা চিকিৎসা করাতে এসে দালাল চক্রের ফাঁদে পড়লাম, তাই এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও দালাল চক্রের সদস্যদের উপযুক্ত শাস্তি চাই বলেই দাবি করেছেন তারা। এদিন এই খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনাময় পরিস্থিতি জারি রয়েছে। ঘটনাস্থলে মোতায়ন রয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply