BARABANI-SALANPUR-CHITTARANJAN

১০০ দিনের কাজের বকেয়া , বারাবনি বিধানসভার পাঁচগাছিয়া পঞ্চায়েতে নাম নথিভুক্তকরণে সহায়তা শিবির , পরিদর্শনে বিধায়ক

বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বারাবনি বিধানসভার পাঁচগাছিয়া পঞ্চায়েতে সোমবার সহায়তা শিবির পরিদর্শনে যান বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।
এই প্রসঙ্গে বিধান উপাধ্যায় বলেন, গত তিন বছর ধরে গ্রামবাসীরা ১০০ দিনের কাজ করার পরে মজুরি পাচ্ছেন না। রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া টাকার দাবিতে বারবার কেন্দ্রকে চিঠি দিয়ছেন। অভিষেক বন্দোপাধ্যায় দিল্লিতে ধর্ণা দিলেও কোন পদক্ষেপ না নেওয়া হয়নি কেন্দ্র সরকারের তরফে।

তাই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের তহবিল থেকে গ্রামবাসীদের বকেয়া টাকা দেওয়া হবে। তিনি সমস্ত গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছেন ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সহায়তা শিবিরের মাধ্যমে সমস্ত জব কার্ড হোল্ডারদের নাম নথিভুক্ত করাতে হবে। সেই নির্দেশ অনুযায়ী এখানে সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছে। সব কিছু ঠিক মতো চলছে কি না দেখলাম ও গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *