আসানসোল জেলা আদালতে গেট বন্ধ করে আইনজীবীদের বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ এক আইনজীবীকে মারধর করার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার না করায় আসানসোল দক্ষিণ থানার পুলিশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলো আসানসোল জেলা বার এ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল থেকে আসানসোল জেলা আদালত বার এ্যাডোসিয়েশনের সদস্য আইনজীবীরা আসানসোল আদালতে গেট বন্ধ করে বিক্ষোভ প্রতিবাদের সামিল হন। আটকে দেওয়া হয় বিভিন্ন থানা থেকে আসা পুলিশের একাধিক গাড়িকে। সেইসব পুলিশের গাড়িতে আসামিদের পাশাপাশি ছিলেন পুলিশ অফিসাররা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গোটা আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল জেলা আদালতে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু সহ একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন আসানসোল বার এ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তেওয়ারি, সম্পাদক বাণিকুমার মন্ডল ও প্রাক্তন সভাপতি অমিতাভ মুখোপাধ্যায়।
এই বিষয়ে আসানসোল বার এ্যাসোসিয়েশনর সভাপতি রাজেশ তেওয়ারি বলেন, দিন ২০ আগে আসানসোল পুরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের বুধার বাসিন্দা আইনজীবী অভিষেক চৌবে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন। সেই সময় ২০/২৫ যুবক তাকে ঘিরে ধরে। তাদের বেশ কয়েকজন কুখ্যাত অপরাধীও ছিলো। তারা ঐ আইনজীবীকে স্থানীয় একটি খাটালে টেনে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পরে সে আপাততঃ সুস্থ হয়েছেন। গোটা বিষয়টি জানিয়ে আইনজীবীর তরফে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও, অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি মুল অভিযুক্ত হাইকোর্ট থেকে আগাম জামিনও নিয়েছে। পুলিশের ভূমিকা একবারেই ঠিক নয়। তিনি আরো বলেন, এর বিরুদ্ধে এদিন আদালতের আইনজীবীরা গেট বন্ধ করে দিয়ে পুলিশের গাড়ি আটকে আন্দোলন করেন। তার দাবি , সবকিছু ম্যানেজ করা যায় না। কখনো কখনো পুলিশকেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।
দুপুর তিনটের শেষ খবর আইনজীবীদের আন্দোলন চলছে।