সালানপুরে বাড়ি থেকে দুঃসাহিক চুরি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বাড়িতে কেউ না থাকার সুযোগে সালানপুর থানার সামডি ক্যাম্প ফাঁড়ি এলাকার রাধাবল্লভপুর গ্রামের একটি বাড়ি থেকে দুঃসাহিক চুরির ঘটনা ঘটল বাড়ির মালিক এর নাম বিনোদ সাও। জানা গিয়েছে, সালানপুর থানার অন্তর্গত রাধা বল্লভপুর এলাকার বাসিন্দা বিনোদ শাও বুধবার রাত্রে বাড়িতে ছিলেন না কোন কাজের জন্যে পরিবারের সকলে বাইরে গিয়েছিলেন ।




কিন্তু বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরতেই দেখতে পান, মেন গেটের তালা ভাঙা না থাকলেও বাড়ির দরজা ভাঙ্গা ঘরে ঢুকতেই দেখা যায়, আলমারী খোলা অবস্থায় পড়ে আছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোনার গয়না ও নগদ অর্থ চুরি করেছে দুস্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামডি ক্যাম্প এর পুলিশ প্রশাসন। সালানপুর থানার আইসি অমিত হাটির নেতৃত্বে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাও খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
এবিষয়ে সমাজ সেবী তথা প্রাক্তন প্রধান জনার্দন মন্ডল জানান এই এলাকায় বেশ কয়েক মাস ধরে চুরি বেড়ে গেছে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয় পড়েছে ।প্রায়শই ট্রাক থেকে তেল চুরি হচ্ছে, কিছুদিন আগে একটি মিষ্টির দোকান থেকে চুরি এবং একটি বাড়ি থেকেও চুরির ঘটনা ঘটেছিল যারা কিনারা এখনও পর্যন্ত সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মন্ডল করে উঠতে পারেনি । সামডি পুলিশ প্রশাসন একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে ।