BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ বাবার, স্বামী সহ ধৃত ৩

বেঙ্গল মিরর, আসানসোল, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ বিয়ের মাত্র দু’বছরের মধ্যে শ্বশুরবাড়ি থেকে গলায় দড়ি দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিলো। শুক্রবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের সালানপুর থানার সামডিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিলো। রাতে মৃতার বাবা বালেশ্বর মন্ডল মেয়েকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যার গল্প করা হচ্ছে বলে সালানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে রাতে মৃতার স্বামী শ্যামাপ্রসাদ নন্দী , শ্বশুর সদানন্দ নন্দী ও শাশুড়ি সবিতা নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। শনিবার দুপুরের পরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে সালানপুর থানা সূত্রে জানা গেছে। রবিবার ধৃতদেরকে আসানসোল আদালতে তোলা হবে। মৃত গৃহবধূর নাম সবিতা কুমারী নন্দী (২০)। শনিবার দুপুরে ম্যাজিস্ট্রেটের রিপোর্টের ভিত্তিতে গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত হয়।


জানা গেছে, দুবছর আগে ঝাড়খন্ডের দেওঘরের বাসিন্দা সবিতা কুমারী মন্ডলের সঙ্গে আসানসোলের সালানপুর থানার সামডির শ্যামাপ্রসাদ নন্দীর বিয়ে হয়েছিল। তাদেরকে ১০ মাসের একটি সন্তান আছে।  শুক্রবার দুপুরে শ্বশুর বাড়ির লোকেরা তাকে একটা ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।


       পুলিশের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যার সময় গৃহবধূর বাবা বালেশ্বর মন্ডল সহ বাপেরবাড়ির লোকেরা আসানসোলে চলে আসেন। রাতেই সালানপুর থানায় লিখিত অভিযোগ করে বালেশ্বর মন্ডল বলেন, বিয়ের সময় জামাই মেডিক্যাল লাইনে কাজ করতো। পরে সে সেই কাজ ছেড়ে দিয়ে কয়লার কারবার শুরু করে। এরপর প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরে বাপের বাড়ি থেকে আরো টাকা আনার জন্য শারীরিক নির্যাতন শুরু করে। তিনি আরো বলেন , বিয়ের সময় পন হিসাবে নগদ ৭০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার জিনিস দিয়েছিলাম। তারপর মাস ছয়েক আগে ১ লক্ষ টাকা দিয়েছিলাম মেয়ের কথা ভেবে। কিন্তু তাতেও মেয়ের উপর নির্যাতন কমেনি। শুক্রবার আমাকে ফোন করে বলে, মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। আমি তা মানিনা। স্বামী, শ্বশুর ও শাশুড়ি আরো টাকা না পেয়ে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে।
এই প্রসঙ্গে পুলিশ জানায়, শনিবার ম্যাজিস্ট্রেটের রিপোর্টের ভিত্তিতে গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত হয়েছে। মৃতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *