রানীগঞ্জকে মহকুমা হিসেবে ঘোষণা করা হোক : জিতেন্দ্র তেওয়ারি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ :: শেখ শাহজাহানের গ্রেফতার প্রসঙ্গে এবার মুখ খুললেন জিতেন্দ্র তেওয়ারি। পুরোটাই সাজানোর নাটক গাল গল্প বলে দাবি তার। রানীগঞ্জের শিশু বাগান এলাকার কালী মন্দির কালী সংলগ্ন সভাগৃহে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ কর্মসূচির মধ্যে দিয়ে রানীগঞ্জের দীর্ঘদিনের দাবি, রানীগঞ্জ শহরকে মহকুমা হিসেবে ঘোষণা করা হোক, সেই দাবিকে সকলের মাঝে আরো একবার তুলে ধরলেন, রাজ্য বিজেপি নেতৃত্ব, আসানসোল কর্পোরেশনের প্রাক্তন মেয়র, তথা পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক, বর্তমানে রাজ্য বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।
এদিন এ সকল মন্তব্যের সাথেই তার বক্তব্যে উঠে এল, রানীগঞ্জের দূষণ প্রসঙ্গ, ও কন্যা সন্তানের হার দিন প্রতিদিন, হ্রাস পাওয়া নিয়ে রহস্য রয়েছে, তা নিয়ে সরকারের গতিবিধি কি, তা জনসাধারণের কাছে তুলে ধরে, আগামী দিনে তা নিয়ে আন্দোলন দীর্ঘ তরো করার লক্ষ্যে, মহামিছিল করে, তা প্রশাসনিক দপ্তরে তুলে ধরার উদ্যোগ নেবেন বলেই জানালেন তিনি।
এই মঞ্চ থেকেই তিনি আগামী লোকসভা নির্বাচনে যেই প্রার্থী হোক তাকে জয়ী করে মোদি সরকারকে মজবুত করার উদ্যোগ তিনি নেবেন বলেই জানান। একই সাথে তার দাবি ভোটের ময়দানের ভোট লুট রুখে দেবে আমাদের কর্মী সমর্থকরা। কে কতটা ময়দানে রয়েছে এটা নির্বাচনের দিনই বুঝতে পারবে তৃণমূল বলেই দাবি তার।
আর এ সকলের সাথেই এদিন তিনি সন্দেশখালি প্রসঙ্গে শেখ শাহজাহানের গ্রেপ্তার নিছক একটি লোক দেখানো বিষয় বলে দাবি করলেন। তার দাবি, আগামীতে তার কঠিনতর শাস্তি হলে, তবেই জানা যাবে রাজ্য সরকার, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও তার বক্তব্যের সন্দেশখালি নিয়ে আরো নানা প্রসঙ্গ উঠে এল।