ASANSOL

অন্ডাল বিমানবন্দরে ঝাড়খণ্ডে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ দুদিনের রাজ্য সফরে বাংলায় এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল দশটা বেজে ৩৫ মিনিটে বায়ু সেনার বিশেষ বিমানে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের  অন্ডাল  কাজি নজরুল ইসলাম বিমানবন্দর বা এয়ারপোর্টে নামেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের হয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অন্ডাল এয়ারপোর্টে স্বাগত জানান রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।  তিনি ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা জানান। অন্ডাল বিমানবন্দরে বিজেপির নেতারাও ছিলেন।


এরপর প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চলে যান ঝাড়খন্ডের উদ্দেশ্যে। সেই রাজ্যের ধানবাদে একটা জনসভায় তিনি ভাষন দেবেন। সেখান থেকে তিনি দুপুর তিনটে নাগাদ হেলিকপ্টারে পৌঁছাবেন এই রাজ্যের হুগলির আরামবাগে। সেখানে সরকারি সভা থেকে বাংলার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সবমিলিয়ে ৭২০০ কোটি টাকার সরকারি প্রকল্প রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *