কয়লা ডিপোর কাছে এক গাছে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, অন্ডাল : কর্মস্থলের পাশেই কয়লা খনির ডিপোর কাছে এক গাছে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অন্ডাল থানা এলাকার সিদুলি কোলিয়ারি অঞ্চলে ঘটে এই ঘটনা। ঘটনা প্রসঙ্গে জানা যায় এলাকার কয়লা ডিপোর পাশে এক গাছে, গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ইসিএল কর্মীর দেহ উদ্ধার হয়। পুলিশের উপস্থিতিতে ইসিএলের কয়েকজন সদস্য ওই কর্মীর দেহ, ঘটনাস্থল থেকে উদ্ধার করে, বহুলার ইসিএল হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ।




ঘটনা প্রসঙ্গে জানা যায় মৃত ই সি এল কর্মী ঝন্টু বাউরি কোলিয়ারিতে ট্রামার পদে কর্মরত ছিলেন। মৃত ঝন্টু বাউরির ছেলে চৈতন্য বাউরীর দাবি, তার বাবা দীর্ঘদিন ধরে যক্ষা রোগে ভুগছিলেন। রোগ নিরাময়ের জন্য তার চিকিৎসা চলছিল। তার দাবি তিনি এদিন, লোকের মুখে শোনেন তার বাবাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এরপরই তিনি কোলিয়ারির চাণকের পাশে, কয়লা ডিপোর কাছে জঙ্গলে এক গাছে, গলায় গামছা দেওয়া অবস্থায় তার বাবা ঝন্টু বাউরি কে উদ্ধার করেন। স্থানীয়দের প্রাথমিক রোগ ভোগের কারণে অবসাদে আত্মঘাতী হয়ে থাকতে পারেন তিনি।
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি আত্মহত্যা না কি অন্য কিছু তা অবশ্য উঠে আসবে ময়নাতদন্তের পরই। উল্লেখ্য কয়লা খনি এলাকায় খনি কর্মীদের এরূপ মৃত্যুর ঘটনা পরপর হয়েই চলেছে গত কয়েকদিন আগেই এখনই কর্মীর এরূপভাবে মৃত্যুর বিষয় লক্ষ্য করা যায় তারপর এখনই কর্মীকে তার ছেলে হত্যা করে এবার আরও এক দফায় খনি কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।